Advertisement
০৪ জুন ২০২৪

মানস চৌবে হত্যা মামলায় যাবজ্জীবন

বুধবার মেদিনীপুর জেলা পঞ্চম অতিরিক্ত দায়রা আদালত এই রায় দিয়েছে। ওই রায়ে খড়্গপুরের মথুরাকাটির বাসিন্দা এন তারকেশ্বর রাও-কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৯ ০০:০৮
Share: Save:

প্রয়াত সাংসদ নারায়ণ চৌবের ছোট ছেলে মানস হত্যা মামলায় আরও এক অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত।

বুধবার মেদিনীপুর জেলা পঞ্চম অতিরিক্ত দায়রা আদালত এই রায় দিয়েছে। ওই রায়ে খড়্গপুরের মথুরাকাটির বাসিন্দা এন তারকেশ্বর রাও-কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক।

১৯৯৯সালের ২৭জুন খড়্গপুরের খরিদায় খুন হয়েছিলেন মানস চৌবে। সেই ঘটনায় রেল মাফিয়া বাসব রামবাবু-সহ ১৬জন অভিযুক্ত হয়েছিল। ২০০০ সাল থেকে শুরু হয় মামলার বিচার প্রক্রিয়া। প্রাথমিক পর্যায়ে গ্রেফতার হয় ৯জন। তবে বাকিরা পলাতক ছিল। প্রাথমিক পর্যায়ে জেলা দায়রা আদালত রামবাবু-সহ ওই ৯জনের সাজা ঘোষণা করে। পরে মামলা যায় সুপ্রিম কোর্টে। ঘটনায় জামিনও পায় কয়েকজন। দীর্ঘদিন পলাতক থাকার পরে ২০০৮সাল নাগাদ গ্রেফতার হয় এন তারকেশ্বর রাও। এর পর থেকে দ্বিতীয় দফায় পঞ্চম জেলা অতিরিক্ত দায়রা আদালতে চলছিল মামলার বিচারপর্ব। সেই মামলায় নাম ছিল কোলিন চৌধুরী নামে আরও এক অভিযুক্ত। তবে মঙ্গলবার সবদিক খতিয়ে দেখে বিচারক কোলিন চৌধুরীকে বেকসুর খালাস করে দেন। আর তারকেশ্বর রাওকে খুন, সংগঠিত অপরাধের ধারায় দোষী সাব্যস্ত করেন।

এ দিন সরকারি আইনজীবী শঙ্কর বাগচী বলেন, “এই মামলার দ্বিতীয় দফার বিচারপ্রক্রিয়ায় এন তারকেশ্বর রাও এবং কোলিন চৌধুরীর নাম ছিল। তাতে কোলিন চৌধুরীকে বিচারক বেকসুর খালাস করেছেন। কিন্তু আগেই সুপ্রিম কোর্ট তারকেশ্বরের জামিন খারিজ করেছিল। আমরা সেই নথি নিয়ে আদালতে পেশ করলে বিচারপ্রক্রিয়া এগিয়ে নিয়ে যাই। তাতে বিচারক সবদিক বিবেচনা করে তারকেশ্বরকে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিয়েছেন।” এমন ঘটনায় খুশির হাওয়া খড়্গপুরের মানস চৌবের পরিচিত মহলে। এই মামলার অন্যতম সাক্ষী তৃণমূল নেতা দেবাশিস চৌধুরী বলেন, “দীর্ঘদিন পলাতক থাকার পরে তারকেশ্বর গ্রেফতার হওয়ার পরে তাঁর যাবজ্জীবন কারাদণ্ডের এই রায়ে আমরা খুশি।”

লোকসভা নির্বাচন ২০২৪ সরাসরি: ‘মাছ ধরতে শেখানো উচিত’, আক্রমণ দেবজিতের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Crime Murder Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE