Advertisement
E-Paper

সবুজের আবাহনে

রবিবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝাড়গ্রামের মানিকপাড়া পুলিশ বিট হাউস প্রাঙ্গণে কয়েকশো গাছের চারা রোপন করলেন সিআরপি জওয়ানরা। ঝাড়গ্রাম থানার অন্তর্গত মানিকপাড়া পুলিশ বিট হাউস চত্বরে রয়েছে সিআরপি-র ১৬৭ নম্ব ব্যাটালিয়নের ‘জি’ কোম্পানির শিবির।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ জুন ২০১৬ ০০:৫৫

রবিবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝাড়গ্রামের মানিকপাড়া পুলিশ বিট হাউস প্রাঙ্গণে কয়েকশো গাছের চারা রোপন করলেন সিআরপি জওয়ানরা। ঝাড়গ্রাম থানার অন্তর্গত মানিকপাড়া পুলিশ বিট হাউস চত্বরে রয়েছে সিআরপি-র ১৬৭ নম্ব ব্যাটালিয়নের ‘জি’ কোম্পানির শিবির। ওই কোম্পানির অ্যাসিস্ট্যান্ট কম্যান্ডান্ট প্রেমনারায়ণ মিশ্র জানালেন, এদিন বিট হাউসের দশ একর জায়গা জুড়ে আম, জাম, কাঁঠাল, জামরুল, পেয়ারা, তেঁতুলের মত একশো চারা রোপন করা হয়েছে। অনুষ্ঠানে ছিলেন মানিকপাড়া পুলিশ বিট হাউসের আইসি সেক আনিসুর রহমান, মানিকপাড়ার ফরেস্ট রেঞ্জ অফিসার বিজনকুমার নাথ-সহ বিশিষ্টজনরা।

এ দিন দিঘা বিজ্ঞান কেন্দ্রে ‘উপকূলীয় বাস্তুতন্ত্র’ নিয়ে আয়োজিত এক কর্মশালায় বক্তব্য রাখেন পূণ্যশ্লোক ভাদুড়ি। সৈকত ঊপকূলের অবৈধ নির্মাণ নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কাজলা জনকল্যাণ সমিতি ও পূর্ব মেদিনীপুর জেলা কিষান স্বরাজ সমিতির উদ্যোগে কাঁথি-৩ ব্লকের জালালপুরে জলবায়ূ পরিবর্তন ও প্রভাব ও সামঞ্জস্য কৃষি ব্যবস্থা নিয়ে একটি কর্মশালা ও আলোচনাচক্র অনুষ্ঠিত হয়।

এ দিন বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপন উৎসবের আয়োজন করা হল মেচেদায় ।রবিবার সকালে মেচেদা রেলওয়ে ইন্সটিটিউট ও স্থানীয় একটি সংবাদপত্রের আয়োজিত এই অনুষ্ঠান হয় মেচেদা স্টেশন ম্যানেজারের অফিস প্রাঙ্গণে। এদিন অনুষ্ঠানে পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন চিকিৎসক রমেশ বেরা, অশোক মাইতি, শিক্ষক অশোক বাগ প্রমুখ।

world environment day tree plantation
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy