Advertisement
১১ মে ২০২৪
Cyclone Yaas

পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন শিবিরে জোরকদমে চলছে রান্নার কাজ

কেশিয়াড়ি ব্লকের গিলেগেরিয়া গ্রামের ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন প্রায় ৩৫০ জন। সকাল থেকেই তাঁদের জন্য জোরকদমে চলছে রান্না।

ত্রাণ শিবিরে চলছে রান্নার কাজ।

ত্রাণ শিবিরে চলছে রান্নার কাজ। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কেশিয়াড়ি শেষ আপডেট: ২৫ মে ২০২১ ১৬:০০
Share: Save:

ইয়াসের প্রভাবে পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় মঙ্গলবার সকাল থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন এলাকার গ্রামের মানুষকে সরিয়ে আনা হয়েছে ত্রাণ শিবিরে। কেশিয়াড়ি ব্লকের গিলেগেরিয়া গ্রামের ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন প্রায় ৩৫০ জন। সকাল থেকেই তাঁদের জন্য জোরকদমে চলছে রান্না। এর জন্য নিয়ে আসা হয়েছে গ্রামের এক রাঁধুনিকে।

কেশিয়াড়ি থানা এলাকা ছাড়াও দাঁতন, মোহনপুর, ডেবরা, দাসপুর-সহ পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় প্রায় ৯০৯টি ত্রাণ শিবির করা হয়েছে। এছাড়া রয়েছে ১৩টি ফ্লাড সেন্টার। মঙ্গলবার সকাল থেকেই জেলা পুলিশ সুপার দীনেশ কুমার পরিদর্শন করেছেন বিভিন্ন শিবির। সোমবার রাতে জেলা শাসক রশ্মি কোমলও ঘুরে দেখেছেন বিভিন্ন শিবির। বিভিন্ন শিবিরেই খাওয়া দাওয়ার আয়োজন চলছে। অধিকাংশ শিবিরেই মেনু খিচুড়ি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

cooking Rescue Center Cyclone Yaas
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE