Advertisement
০৬ মে ২০২৪
dacoity

কর্মীদের বন্দুক দেখিয়ে লুট পূর্ব মেদিনীপুরের সমবায়ে, গ্রাহকদের থেকেও টাকা ছিনতাই

সোমবার স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ঋণ দেওয়া হচ্ছিল সমবায় সমিতিটিতে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সেই সময় বাইকে চড়ে আসে জনা পাঁচেক দুষ্কৃতী।

Dacoits allegedly looted cooperative bank of Ramnagar of Purba Medinipur

সমবায় সমিতিতে ডাকাতদের হানা। — নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
রামনগর শেষ আপডেট: ২৬ জুন ২০২৩ ১৮:২৬
Share: Save:

কর্মীদের মাথায় বন্দুক ঠেকিয়ে ডাকাতির ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুরের রামনগরের উত্তর বাধিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে। সোমবার বেলা সাড়ে ১২টা নাগাদ দুষ্কৃতীরা হাতে বোমা, বন্দুক এবং ধারালো অস্ত্র নিয়ে সমবায়ে ঢুকে তাণ্ডব চালায়। সমবায়ের ভল্টের চাবি খুলে সমস্ত টাকা তারা লুট করে বলে অভিযোগ। ডাকাতি করে পালানোর সময় তারা সেখানে উপস্থিত গ্রাহকদের থেকেও টাকাপয়সা ছিনিয়ে নেয়। পাশপাশি, তারা সমবায়ের সিসি ক্যামেরার হার্ড ডিস্কও নিয়ে পালিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

সমবায় সমিতিটির কর্মীদের সূত্রে জানা গিয়েছে, সোমবার স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ঋণ দেওয়া হচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সেই সময় বাইকে চড়ে আসে জনা পাঁচেক দুষ্কৃতী। হেলমেট পরা অবস্থায় সমবায়ে ঢোকে তারা। তাদের মধ্যে এক জন সমবায়ের গেটে পাহারায় দাঁড়িয়ে ছিল। বাকিরা ভিতরে গিয়ে ম্যানেজারের মাথায় আগ্নেয়াস্ত্র ধরে। অন্য এক জন ক্যাশিয়ারের গলায় ভোজালি ঠেকিয়ে ধরে ভল্টের চাবি খুলতে বলে। দুষ্কৃতীরা সকলের মোবাইল ফোন কেড়ে নেয়। এর পর তারা প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা লুঠ করে বলে অভিযোগ। লুটপাট করে পালানোর সময় সকলকে একটি ঘরের ভিতর আটকে তালা দিয়ে যায়। সমবায় সমিতির গেটের সামনে বোমাও ফেলে রেখে যায় তারা। এর পর খবর দেওয়া হয় রামনগর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।

ব্যাঙ্কের ক্যাশিয়ার ব্রজেন্দ্রমোহন শী বলেন, ‘‘ডাকাতরা ব্যাঙ্কে ঢুকে ম্যানেজারের মাথায় বন্দুক ঠেকিয়ে আমার কাছে নিয়ে আসে। এর পর আমার মাথায় বন্দুক এবং ধারালো অস্ত্র ঠেকিয়ে ভল্টের চাবি খুলতে বাধ্য করে। ওরা সোনার খোঁজ করছিল। তবে এখানে কোনও সোনা রাখা হয় না। তা বলার পর ওরা নগদ টাকা নিয়ে যায়।’’ রামনগর থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। দুষ্কৃতীদের সন্ধানে এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

dacoity Bank Dacoity
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE