সৈকত শহরে প্রথমবার হতে চলেছে শিল্প সম্মেলন। সারা দেশ থেকে আসবেন শিল্পপতিরা। সেই অতিথিদের থাকার ব্যবস্থা করতে গিয়ে ‘কপাল পুড়ছে’ পর্যটকদের একাংশের। দিঘার হোটেল মালিকদের সংগঠনের তরফে জানানো হয়েছে, শিল্পপতিদের থাকার জন্য বেশ কয়েকটি হোটেলে পর্যটকদের আগাম বুকিং বাতিল করা হয়েছে।
শীতের মরসুমের দিঘায় পর্যটকদের ঢল নামে। এই সময়েই আগামী ১১ ডিসেম্বর থেকে দু’দিনব্যাপী ‘বিজনেস কনক্লেভ’ হচ্ছে দিঘায়। রাজ্য সরকারের এই শিল্প সম্মেলনে কোন কোন শিল্পপতি আসবেন, তা এখনও স্পষ্ট নয়। তবে দেশ-বিদেশের বহু শিল্পপতি দিঘায় হাজির থাকবেন, একথা মেনে নিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। তাঁদের থাকা এবং আপ্যায়নের মূল দায়িত্বে রয়েছে রাজ্যের শিল্পোন্নয়ন নিগম। সংস্থার এক আধিকারিক বলেন, ‘‘শিল্পপতি এবং অন্য আমন্ত্রিতদের জন্য ৫০টির মতো আধুনিক সুবিধা যুক্ত হোটেল বুকিং করা হয়েছে। আগামী ১০-১২ ডিসেম্বর পর্যন্ত ওই হোটেলের সব রুম ইতিমধ্যেই আমরা বুকিং করিয়েছি।’’
ওই কারণে আগামী ১০ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ওই সব হোটেলে সাধারণ পর্যটকের অগ্রিম বুকিং বাতিল করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট হোটেল মালিকেরা। এতে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ওই কয়েকদিন দিঘায় বেড়াতে আসতে ইচ্ছুক পর্যটকেরা এখন সমস্যায় পড়েছেন।