Advertisement
E-Paper

ছাত্রীদের নিরাপত্তায় নয়া ব্যবস্থা, মেদিনীপুরের বালিকা বিদ্যালয়ে চালু হল ‘ডিজিটাল অ্যাটেনডেন্স’

সোমবার বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা উচ্চ বিদ্যালয়ে একটি হলুদ রঙের বাক্সের মতো ডিভাইস লাগানো হয়েছে। তার সামনে কিআর কোড ধরলেই অভিভাবকদের মোবাইলে মেসেজ পৌঁছে যাবে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৯
পরীক্ষা মূলক ভাবে ‘ডিজিটাল অ্যাটেনডেন্স’ পদ্ধতি চালু হল স্কুলে।

পরীক্ষা মূলক ভাবে ‘ডিজিটাল অ্যাটেনডেন্স’ পদ্ধতি চালু হল স্কুলে। —নিজস্ব চিত্র।

ছাত্রীদের নিরাপত্তায় নতুন উদ্যোগ। বাড়ি থেকে স্কুল এবং স্কুল থেকে বাড়ি ফেরা নিরাপদ করতে বিশেষ পদক্ষেপ করলেন মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার থেকে পরীক্ষা মূলক ভাবে ‘ডিজিটাল অ্যাটেনডেন্স’ পদ্ধতি চালু হল ওই স্কুলে। একাদশ শ্রেণীর ছাত্রীদের দেওয়া হয়েছে কিউআর কোড সম্বলিত পরিচয়পত্র। তাতে ছাত্রীদের অভিভাবকদের একটি মোবাইল নম্বর নথিভুক্ত থাকছে। একটি মোবাইল অ্যাপ্লিকেশনে ওই নম্বরটি দিয়ে অভিভাবকেরা জানতে পারবেন ছাত্রীর গতিবিধি। এমনকি, মেয়ে বাড়ি থেকে কখন স্কুলের উদ্দেশে বার হল, কখন স্কুলে পৌঁছলো, সবই দেখা যাবে তাতে। ওই সম্পর্কিত তথ্য জমা থাকবে স্কুলের ডেটাবেসে।

স্কুলের তরফে জানানো হচ্ছে, বাড়ি থেকে স্কুল আসতে কত সময় লাগছে ছাত্রীর, স্কুল থেকে বাড়ি ফেরার সময়ও জানতে পারবেন অভিভাবকেরা। সোমবার বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা উচ্চ বিদ্যালয়ে একটি হলুদ রঙের বাক্সের মতো ডিভাইস লাগানো হয়েছে। তার সামনে কিআর কোড ধরলেই অভিভাবকদের মোবাইলে মেসেজ পৌঁছে যাবে। ঠিক তেমনই স্কুল থেকে বার হওয়ার সময়েও ডিভাইসের কাছে কিআরআর কোড সম্বলিত কার্ড ধরতে হবে।

সোমবার ওই কার্ডগুলো তুলে দেওয়া হয়েছে একাদশ শ্রেণীর ছাত্রীদের হাতে। স্কুলে ওই ডিভাইসের পরীক্ষামূলক ব্যবহার হয়। প্রধানশিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘পরীক্ষামূলক ভাবে ২০৩ জন একাদশ শ্রেণির ছাত্রীকে আরএফ আইডি ডিজিটাইজ অ্যাটেনডেন্স কার্ড দেওয়া হল। আগামিদিনে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় ১৫০০ ছাত্রীদের এই কার্ড দেওয়া হবে। যে হেতু একাদশ শ্রেণির ক্লাস কয়েক মাস হল শুরু হয়েছে, তাই তাদের আগে দেওয়া হলো।’’ তিনি আরও বলেন, ‘‘অভিভাবকদের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য ব্যয়ভার তাঁরাই বহন করবেন। ইন্টারনেট না থাকলেও অফলাইনে মেসেজ পাঠানো যাবে।

স্কুল কর্তৃপক্ষ জানাচ্ছেন, বর্তমান পরিবেশ-পরিস্থিতির উপর নজর দিয়ে ছাত্রীদের নিরাপত্তার কথা ভেবে আধুনিক ব্যবস্থা চালু হয়েছে। এর ফলে স্কুলে আসার নাম করে কেউ ফাঁকিও যেমন দিতে পারবে না, ঠিক তেমনই পড়ুয়ার নিরাপত্তার বিষয়ে নজর দেওয়া যাবে। মেদিনীপুর শহরে প্রথম কোনও বাংলা মাধ্যম স্কুলে এই পদ্ধতি চালু হল বলে জানান প্রধানশিক্ষিকা।

Paschim Midnapore Security Students
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy