পিএম কেয়ার ফান্ডের টাকায় অক্সিজেন প্ল্যান্ট তৈরি হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে। শনিবার সেই প্ল্যান্ট পরিদর্শনে আসেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এসে তাঁর অভিযোগ, প্ল্যান্টের উদ্বোধন হলেও ডাকা হয়নি তাঁকে। তাই তিনি দেখতে এসেছেন অক্সিজেন প্ল্যান্ট কেমন চলছে। পাশাপাশি কেবল মাত্র কলকাতায় পুরভোট করা নিয়েও তৃণমূল সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ। কটাক্ষ করে বলেছেন, ‘‘এক সঙ্গে ভোট হলে লুঠপাট করতে পারবে না। তাই সরকার ভয় পাচ্ছে।’’
পিএম কেয়ার ফান্ডের টাকায় তৈরি মেদিনীপুর মেডিক্যাল কলেজের অক্সিজেন প্ল্যান্ট পরিদর্শন সেরে দিলীপ সাংবাদিকদের বলেছেন, ‘‘পিএম কেয়ার ফান্ডের টাকায় দেশে কোভিড মোকাবিলার ব্যবস্থায় খরচ করা হচ্ছে। অক্সিজেন প্ল্যান্টও তৈরি করা হচ্ছে। মেদিনীপুর মেডিক্যাল কলেজেও একটি প্ল্যান্ট তৈরি হয়েছে বলে আমি শুনেছি। উদ্বোধনও হয়েছে। কেন জানি না, আমাকে উদ্বোধনে ডাকা হয়নি। আজ সেটা দেখতেই এসেছিলাম। রোগীরা পরিষেবা পাচ্ছেন।’’
যদিও অক্সিজেন প্ল্যান্টের আনুষ্ঠানিক উদ্বোধনের কথা স্বীকার করেননি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পঞ্চানন কুণ্ডু। তিনি বলেছেন, ‘‘অক্সিজেন প্ল্যান্ট তৈরির কাজ শেষ হয়েছে। অক্সিজেন সব ওয়ার্ডে ঠিক মতো যাচ্ছে কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। ট্রায়াল চালানো হচ্ছে।’’