বিশ্ববিদ্যালয়ে ডিএসও-র বিক্ষোভ।
ফর্মের দাম ও ভর্তির ফি না বাড়ানো, ভর্তি প্রক্রিয়াকে দুর্নীতিমুক্ত রাখা, কোনও কোর্সকে সেল্ফ-ফিনান্সিং না করা-সহ নানা দাবিতে বৃহস্পতিবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ডেপুটেশন দিল ডিএসও। এ দিন দুপুরে ডিএসওর কর্মী-সমর্থকেরা মিছিল করে পৌঁছে ক্যাম্পাসে বিক্ষোভ দেখান। পরে ডেপুটেশন দেওয়া হয়। আজ, শুক্রবার উচ্চ মাধ্যমিকের ফল বেরনোর পর কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। ডিএসওর আশঙ্কা, অনলাইনে ভর্তির সুযোগে কলেজগুলো ফর্মের দাম ও ভর্তি ফি বাড়াতে পারে। গোটা প্রক্রিয়ায় দুর্নীতিও হতে পারে। ডিএসওর জেলা সম্পাদক মণিশঙ্কর পট্টনায়েক বলেন, “আমরা পুরোপুরি দুর্নীতিমুক্ত ভর্তি প্রক্রিয়া চাই।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy