মিশন নির্মল বাংলা প্রকল্পের উদ্বোধন হল পূর্ব মেদিনীপুর জেলায়। বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগরে প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের অন্য জেলা গুলির প্রতিটি ব্লক, গ্রামপঞ্চায়েত স্তরে এবং স্কুলেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। পালিত হয় মানব বন্ধন কর্মসূচি।
জেলা প্রশাসন ও জেলা পরিষদের উদ্যোগে পূর্ব মেদিনীপুরে জেলা স্তরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তমলুকের ডিমারি হাইস্কুল ময়দানে। তার আগে সকাল সাড়ে ১১ টা থেকে পৌনে ১২ টা পর্যন্ত জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও সাধারণ মানুষ মানব বন্ধন করেন। মেচেদা থেকে তমলুক শহর ওই মানুব বন্ধনে যোগ দেন তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী, রাজ্যের সমবায় মন্ত্রী জ্যোতির্ময় কর, জেলা সভাধিপতি মধুরিমা মণ্ডল, সহ-সভাধিপতি শেখ সুফিয়ান, জেলাশাসক অন্তরা আচার্য, পুলিশ সুপার সুকেশ জৈন-সহ জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকরা।
শুভেন্দুবাবু বলেন, ‘‘শৌচাগার নির্মাণ ও ব্যবহারের দিক থেকে নদিয়ার মতো আমাদের জেলাও যাতে সাফল্য লাভ করে সে জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। বসত বাড়ি, স্কুল ছাড়াও আমার লোকসভা কেন্দ্র এলাকায় সব জাতীয় ও রাজ্য সড়কে ১০ কিলোমিটার অন্তর শৌচগার তৈরি হবে। সে জন্য আমার সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে অর্থ বরাদ্দ করা হবে। হলদিয়া উন্নয়ন পর্ষদ থেকে অর্থ সাহায্য
করা হবে।’’