Advertisement
E-Paper

নির্বাচনের দিন ঘোষণা, আটকে রয়েছে ডাল বিলি

তমলুক উপ নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে। আর সেই নির্বাচনী বিধিতে আটকে গিয়েছে রবি ফসলের মরসুমে বিনামূল্যে চাষিদের ডাল শস্যের মিনিকিট বিলি। ফলে বিপাকে পড়েছে পূর্ব মেদিনীপুরের জেলা কৃষি দফতর।

অপ্রমেয় দত্তগুপ্ত

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০১৬ ০০:১১

তমলুক উপ নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে। আর সেই নির্বাচনী বিধিতে আটকে গিয়েছে রবি ফসলের মরসুমে বিনামূল্যে চাষিদের ডাল শস্যের মিনিকিট বিলি। ফলে বিপাকে পড়েছে পূর্ব মেদিনীপুরের জেলা কৃষি দফতর। জেলার সহ কৃষি অধিকর্তা মৃণালকান্তি বেরা বলেন, ‘‘ভোটের দিন ঘোষণা হয়ে যাওয়ায় বীজ ও মিনিকিট চাষিদের বিলির ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। কারণ নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই নির্বাচনী আচরণবিধি চালু হয়ে গিয়েছে। তাই চাষিদের সমস্যার কথা জানিয়ে আমরা নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছি।’’

জেলার বিভিন্ন ব্লকগুলিতে পুজোর আগে ডালশস্যের মিনিকিট পৌঁছে গিয়েছিল চাষিদের বিলির জন্য। পূর্ব মেদিনীপুর জেলায় এই বছর বরাদ্দ হয়েছে ১৫৭ টন খেসারি ডালের বীজ ও ১৫ টন মুসুর ডালের বীজ। চলতি সপ্তাহ থেকেই জেলার বিভিন্ন ব্লকগুলি থেকে কৃষকদের ডালশস্যের বীজ ও মিনিকিট বিলির কথা ছিল। কিন্তু সোমবার নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হওয়ায় সমস্যায় পড়েছে জেলা কৃষি দফতর। কৃষি দফতরের আশঙ্কা সময়মত এই টন টন বীজ যদি বিলি করা না যায় তাহলে তা নষ্ট হয়ে যাবে।

জানা গিয়েছে, বিনামূল্যে চাষিদের মিনিকিট বিলি করে চলতি বছরের রবি মরসুমে ডাল শস্য চাষের এলাকা আরও পাঁচ হাজার হেক্টর বাড়ানোয় উদ্যোগী হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা কৃষি দফতর। তাই উপকূলীয় এলাকায় ডাল শস্যের চাষ বাড়াতে কৃষি দফতর লবণাক্ত অঞ্চলের উপযোগী নতুন প্রজাতির উচ্চ ফলনের খেসারি ডালের চাষ শুরু করছে। অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে ব্লকে ব্লকে চাষিদের উচ্চ ফলনশীল খেসারি ও মুসুর ডালের বীজ ও মিনিকিট দেওয়ার কথা। প্রকল্পের মাধ্যমে ডাল শস্যের বীজ বিলি করার কথা ছিল। হলদিয়া, মহিষাদল, নন্দীগ্রাম, কাঁথি এবং রামনগর উপকূল এলাকার ব্লকগুলিতে খেসারি চাষ হয়। পাঁশকুড়া, কোলাঘাট, তমলুকের মত অপেক্ষাকৃত উঁচু জমিতে মুসুর ডাল চাষ হয়। এ বছর নন্দীগ্রাম ২ ও এগরা ২ ব্লকে ১০০ হেক্টর করে জমিতে মোট ৪টি খেসারির প্রদর্শনক্ষেত্র এবং ৬টি মুসুরের প্রদর্শনক্ষেত্র করছে কৃষি দফতর।

Pulses Election date
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy