Advertisement
০৫ মে ২০২৪

মেয়েদের সুব্রত কাপের ফাইনাল আজ

এ দিন সকালে দু’টি সেমিফাইনাল খেলা হবে। এরপর হবে তৃতীয় স্থান দখলের লড়াই। বিকেলে হবে ফাইনাল ম্যাচ। বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের হাতিয়া হাইস্কুলকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে দক্ষিণ দিনাজপুরের সরলা হাইস্কুল।

লড়াই: সুব্রত কাপে চলছে বীরভূম ও পশ্চিম মেদিনীপুরের খেলা। মেদিনীপুর সদর ব্লকের মুড়াকাটায়। নিজস্ব চিত্র

লড়াই: সুব্রত কাপে চলছে বীরভূম ও পশ্চিম মেদিনীপুরের খেলা। মেদিনীপুর সদর ব্লকের মুড়াকাটায়। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৭ ০০:০০
Share: Save:

অনূর্ধ্ব-১৭ বিভাগের মেয়েদের ৫৮তম রাজ্য সুব্রত কাপ ফুটবলের সেমিফাইনাল ও ফাইনাল হবে আজ, শুক্রবার।

এ দিন সকালে দু’টি সেমিফাইনাল খেলা হবে। এরপর হবে তৃতীয় স্থান দখলের লড়াই। বিকেলে হবে ফাইনাল ম্যাচ। বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের হাতিয়া হাইস্কুলকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে দক্ষিণ দিনাজপুরের সরলা হাইস্কুল।

বীরভূমের বাহিরি হাইস্কুলকে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে যায় পূর্ব মেদিনীপুরের পুর্নবাসন হাইস্কুল।

পশ্চিম মেদিনীপুরের নয়াগ্রাম থানা বালিকা বিদ্যাপীঠ ৫-১ গোলে মুর্শিদাবাদের আজিমগঞ্জ হাইস্কুলকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে।

বর্ধমানের এরুয়ার হাইস্কুলকে টাইব্রেকারে ২-১ গোলে হারিয়ে সেমি ফাইনালে উঠেছে দক্ষিণ ২৪ পরগনার মহেন্দ্রগঞ্জ হাইস্কুল।

পশ্চিম মেদিনীপুর জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক সোমনাথ দাস জানান, গুড়গুড়িপাল হাইস্কুলের মাঠে শুক্রবার সকালে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরের মেয়েরা।

দ্বিতীয় সেমিফাইনালে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ দিনাজপুরের মেয়েদের দল মুখোমুখি হবে। বিকেল সাড়ে তিনটায় হবে ফাইনাল খেলা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE