Advertisement
০২ মে ২০২৪
সর্ডিহা

সচিবের বিরুদ্ধে এফআইআর

অবশেষে সর্ডিহা গ্রাম পঞ্চায়েতের সচিব তথা ভারপ্রাপ্ত নির্বাহী সহায়ক মধুসূদন দাসের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করল প্রশাসন। বৃহস্পতিবার ঝাড়গ্রাম ব্লকের জয়েন্ট বিডিও চঞ্চলকুমার মণ্ডল ঝাড়গ্রাম থানায় মধুসূদনবাবুর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন।

নিজস্ব সংবাদদাতা
ঝাড়গ্রাম শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৬ ০১:২৩
Share: Save:

অবশেষে সর্ডিহা গ্রাম পঞ্চায়েতের সচিব তথা ভারপ্রাপ্ত নির্বাহী সহায়ক মধুসূদন দাসের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করল প্রশাসন।

বৃহস্পতিবার ঝাড়গ্রাম ব্লকের জয়েন্ট বিডিও চঞ্চলকুমার মণ্ডল ঝাড়গ্রাম থানায় মধুসূদনবাবুর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। মধুসূদনবাবু অবশ্য দিন পনেরো আগেই গা ঢাকা দিয়েছেন। গত মাসে সর্ডিহা পঞ্চায়েতের তহবিল শূন্য হয়ে যাওয়ার অভিযোগ ওঠে। তদন্তে জানা যায়, পঞ্চায়েতের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন সময়ে চেক মারফত লক্ষ লক্ষ টাকা তোলা হয়েছে। প্রতিটি চেক-এ পঞ্চায়েত প্রধান দেবযানী মাহাতো এবং সচিব মধুসূদনবাবুর সই ছিল। প্রধান দেবযানী মাহাতোর অবশ্য দাবি করেন, তাঁকে ভুল বুঝিয়ে যথেচ্ছ চেক-এ সই করিয়েছিলেন সচিব তথা নির্বাহী সহায়ক মধুসূদনবাবু। দেবযানীদেবীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে প্রশাসন।

তদন্তে দেখা যায়, পঞ্চায়েতের বিভিন্ন তহবিল থেকে মোট ৬৮ লক্ষ ৭১ হাজার ৪৬৫ টাকা আত্মসাৎত করা হয়েছে। তদন্ত চলাকালীন একাধিক বার মধুসূদনবাবুকে হাজির থাকার জন্য নির্দেশ জারি করে প্রশাসন। কিন্তু তিনি হাজির হননি। মেদিনীপুরে মধুসূদনবাবুর বাড়িতে প্রশাসনের তরফে নোটিশ টাঙিয়ে দিয়ে আসা হয়। অবিলম্বে তিনি হাজির না-হলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়াও হুঁশিয়ারি দেওয়া হয়। অবশেষে বৃহস্পতিবার মধুসূদনবাবুর বিরুদ্ধে ঝাড়গ্রাম থানায় অভিযোগ দায়ের করেন জয়েন্ট বিডিও। ঝাড়গ্রামের মহকুমাশাসক নকুলচন্দ্র মাহাতো বলেন, “সর্ডিহা পঞ্চায়েতের আর্থিক অনিয়মের বিষয়ে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

FIR Panchayet Secretary
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE