E-Paper

আজ থেকে উচ্চ মাধ্যমিকের প্রথম সিমেস্টার, নজরে হাতির করিডর

প্রতি বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সময় পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে যাতে অসুবিধা না হয়, সেজন্য নানা পদক্ষেপ করে বন দফতর।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ০৯:১০
উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে জঙ্গলপথে বনকর্মীদের মহড়া।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে জঙ্গলপথে বনকর্মীদের মহড়া। নিজস্ব চিত্র ।

সিমেস্টারর পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ঘোষণা হয়েছিল আগেই। সেই মতো আজ, সোমবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের প্রথম সিমেস্টারের পরীক্ষা। তাই পরীক্ষার্থীরা যাতে হাতির করিডরে থাকা কেন্দ্রে নির্বিঘ্নে পৌঁছতে পারে, সে জন্য তৎপর হল ঝাড়গ্রাম জেলা বন দফতর। রবিবার সাড়া হয়েছে মহড়াও।

জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) শক্তিভূষণ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘জঙ্গলপথে পরীক্ষার্থীদের যাতায়াতে যাতে কোনও সমস্যা না হয়, সে জন্য বন দফতরে জানানো হয়েছে। তারা উপযুক্ত পদক্ষেপ নিচ্ছে।’’

প্রতি বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সময় পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে যাতে অসুবিধা না হয়, সেজন্য নানা পদক্ষেপ করে বন দফতর। সকালে চলাচল করলেও, বেলা বাড়লে সাধারণত জঙ্গল থেকে বের হয় না হাতি। তবুও জঙ্গলের রাস্তায় হাতির গতিবিধি নিয়ন্ত্রণ করতে ব্যারিকেড করা হচ্ছে।

ঝাড়গ্রামের পুকুরিয়া প্রণবানন্দ বিদ্যামন্দির জঙ্গল লাগোয়া। সেখানে পরীক্ষার কেন্দ্র রয়েছে। ওই কেন্দ্রে পরীক্ষার্থীদের যাতায়াতে যাতে কোনও সমস্যা না হয়, সে জন্য‌ বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে বন দফতর।

ঝাড়গ্রামের ডিএফও উমর ইমাম বলেন, ‘‘পরীক্ষার জন্য ৫০জন ট্রাকার্স স্টাফ প্রস্তত রাখা হয়েছে। দফতরের আটটি গাড়ি থাকছে। হাতি যে এলাকা দিয়ে ঢোকে, সেখানে বিশেষ দল রাখা হচ্ছে। এ দিন এডিএফর নেতৃত্বে মহড়া হয়েছে।’’

ডিএফও আরও বলেন, ‘‘পরীক্ষার্থীদের যাতে কোনও সমস্যা না হয় সেজন্য আমরা প্রস্তুত রয়েছি।’’

শনিবার ঝাড়গ্রাম ডিভিশনে ১৪টি হাতি ছিল। পাশাপাশি ঝাড়গ্রাম রেঞ্জে ৮টি, লোধাশুলি রেঞ্জে ২টি এবং মানিকপাড়া রেঞ্জে ১টি হাতি ছিল। অন্যদিকে, খড়গপুর ডিভিশনের কলাইকুন্ডা রেঞ্জে ৩৫টি হাতি রয়েছে। নয়গ্রাম এলাকায় রয়েছে ২০টি হাতি। ওই এলাকায় জঙ্গলপথে যাতে পরীক্ষার্থীদের কোনও অসুবিধা না হয়, সে জন্য অতিরিক্ত বন কর্মী ও গাড়ি মোতায়ন করা হয়েছে। খড়্গপুরের ডিএফও মনীশ যাদব বলেন, ‘‘পরীক্ষার দিন ১২০জন বনকর্মী এবং অতিরিক্ত ৬০জনকে জঙ্গলপথে কর্মরত থাকবেন। ১৬টি গাড়ির ব্যবস্থা রাখা হয়েছে। যাতে জঙ্গল পথে অসুবিধা না হয়, সে জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Jhargram Higher Secondary Exam

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy