বর্তমান রাজ্য সরকারের চতুর্থ বর্ষপূর্তি উদ্যাপন শুরু হল পশ্চিম মেদিনীপুরেও। বুধবার জেলা পরিষদ চত্বর থেকে দু’টি ট্যাবলো বের হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক জগদীশপ্রসাদ মিনা, জেলা সভাধিপতি উত্তরা সিংহ, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক কৌশিক নন্দী প্রমুখ। কৌশিকবাবু জানান, জেলার চারটি মহকুমাতেই আগামী ২৪ মে পর্যন্ত ট্যাবলো প্রচার চলবে। সরকারের বিভিন্ন প্রকল্পের সাফল্যের দিকগুলো তুলে ধরা হবে। ট্যাবলোতে থাকবেন লোকশিল্পীরা। তাঁদের গানের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের সাফল্য তুলে ধরা হবে। পাশাপাশি, এ দিন বিকেলে জেলার প্রতিটি ব্লক সদরে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। বুধবার সকালে ট্যাবলোর উদ্বোধন।