Advertisement
০৪ মে ২০২৪

পূর্বে পাশের হারে এগিয়ে মেয়েরা

মাধ্যমিকের পর এ বার উচ্চ মাধ্যমিকেও পাশের হারে টেক্কা পূর্ব মেদিনীপুরের। ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার কিছুটা বেশি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশিত মেধা তালিকায় জেলার তিন জন স্থান পেয়েছে।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ১৭ মে ২০১৬ ০২:০৭
Share: Save:

মাধ্যমিকের পর এ বার উচ্চ মাধ্যমিকেও পাশের হারে টেক্কা পূর্ব মেদিনীপুরের। ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার কিছুটা বেশি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশিত মেধা তালিকায় জেলার তিন জন স্থান পেয়েছে।

এ বার জেলায় উচ্চ মাধ্যমিকে পাশের হার ৯২.৩৮ শতাংশ। এর মধ্যে জেলায় ছাত্রীদের পাশের হার ৯২.১৮ শতাংশ। ছাত্রদের পাশের হার ৮৮.৮৬ শতাংশ। জেলা শিক্ষা দফতরের হিসেব অনুযায়ী, জেলায় এ বার উচ্চ-মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন মোট ৩৯ হাজার ৩২৫ জন। এর মধ্যে ছাত্রীর সংখ্যা ছিল ২০ হাজার ৩২৩ জন। ছাত্রের সংখ্যা ছিল ১৯ হাজার ২ জন। এ বার ছাত্রীদের পাশের হারও ছাত্রদের তুলনায় প্রায় সাড়ে তিন শতাংশ বেশি।

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হাল বেশি থাকা প্রসঙ্গে টিকরাপাড়া অম্বিকাময়ী হাইস্কুলের জীববিজ্ঞানের শিক্ষক বলেন, ‘‘ছাত্রদের অনেকে বর্তমানে পড়ার বাইরে খেলাধূলা, গান, মোবাইল ফোন, আড্ডায় বেশি মন দিচ্ছে। সেই তুলনায় মেয়েরা পড়াশোনার উপরেই বেশি মনোনিবেশ করে। ফলে ছেলেদের তুলনায় মেয়েদের সাফল্যের হারও বেশি।’’

একই বক্তব্য তমলুকের শিমুলিয়া চণ্ডীমাতা কেদারনাথ বিদ্যাপীঠের প্রধান তিমিরবরণ ভট্টাচার্যেরও। তিমিরবাবুর মতে, ‘‘মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে অভিভাবকরা আগের চেয়ে বেশি সচেতন। আর মেধার দিক থেকে মেয়েরা যেহেতু পিছিয়ে নেই তাই বিভিন্ন পরীক্ষায় মেয়েদের সাফল্যের হার অনেকটাই বেড়েছে।’’ তমলুক রাজকুমারী সান্ত্বনাময়ী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কৃষ্ণা মজুমদার বলেন, ‘‘ছেলেদের মতো মেয়েরাও এখন নিজেদের কেরিয়ার নিয়ে সচেতন। সাফল্য লাভের জন্য মেয়েরা কঠোর পরিশ্রম করে। ফলে সাফল্যের হার বাড়ছে।’’

এ প্রসঙ্গে মহিষাদল গয়েশ্বরী গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা পারমিতা বাগের বক্তব্য, ‘‘আগে মেয়েদের পড়াশোনার গুরুত্ব কম ছিল। এখন পড়শোনার ক্ষেত্রে ছেলে-মেয়ের মধ্যে বৈষম্য করার প্রবণতা অনেকটাই দূর হয়েছে। মেয়েদের পড়ার জন্য অভিভাবকদের অনেক বেশি গুরুত্ব দিতে দেখেছি। ফলে পরীক্ষায় মেয়েদের সাফল্যের হারও বৃদ্ধি পেয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

HS result girls Student
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE