জেলা জুড়ে রাজনৈতিক অস্থিরতার অভিযোগের মাঝেই বুধবার ১ দিনের সফরে পূর্ব মেদিনীপুর আসছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সঙ্গে থাকছেন স্ত্রী সুদেশ ধনখড়। মঙ্গলবার রাজ্যপালের টুইটারে হ্যান্ডলে জানানো হয়েছে এ খবর। কোলাঘাটের সার্কিট হাউসে সংবাদমাধ্যমের সঙ্গেও কথা বলবেন রাজ্যপাল।
সম্প্রতি শুভেন্দু অধিকারী-সহ বেশ কয়েক জন তৃণমূল নেতার বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক পরিস্থিতি কিছুটা অস্থির। পটাশপুর কাঁথি রামনগর-সহ একাধিক জায়গায় বিজেপির কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার ভুপতিনগর থানার বাজকুল কলেজে এবিভিপি সমর্থকরা হামলার মুখে পড়েন বলেও অভিযোগ। যদিও তৃণমূল ছাত্র পরিষদের পাল্টা দাবি, বাজকুল কজেলে তাণ্ডব চালিয়েছেন এবিভিপি সমর্থকরাই। এমনকি এবিভিপি সমর্থকদের বিরুদ্ধে বাইকে আগুন দেওয়া ও বোমাবাজির অভিযোগ তুলেছে তৃণমূল ছাত্র পরিষদ।
এই পরিস্থিতিতে শুভেন্দু আবার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন। শুভেন্দুর আইনজীবী অনির্বাণ চক্রবর্তী সোমবারই কাঁথি থানার আইসি-র বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকার অভিযোগ দায়ের করেছেন।