Advertisement
১৭ মে ২০২৪

দুর্ঘটনায় জখম উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এক ছাত্রীর পায়ের উপর দিয়ে ট্রাক চালিয়ে দেওয়ার অভিযোগ উঠল। শনিবার দুপুরে বেলদা শহরের ঘটনা।

হাসপাতালে জখম ছাত্রী সুপ্রীতি। ছবি: সৌমেশ্বর মণ্ডল।

হাসপাতালে জখম ছাত্রী সুপ্রীতি। ছবি: সৌমেশ্বর মণ্ডল।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৭ ০২:১৯
Share: Save:

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এক ছাত্রীর পায়ের উপর দিয়ে ট্রাক চালিয়ে দেওয়ার অভিযোগ উঠল। শনিবার দুপুরে বেলদা শহরের ঘটনা। এ দিন বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ছিল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সুপ্রীতি চন্দ অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার সময় জখম হয়। ডান পায়ে আঘাত নিয়ে সে মেদিনীপুর মেডিক্যালে চিকিৎসাধীন।

বেলদা হোলসেল মার্কেটের পাশেই ওই বিদ্যালয়। বাজার এলাকা হওয়ায় দিনভর ট্রাক যাতায়াত করে। এ দিন সাইকেল নিয়ে বন্ধুদের সাথে হেঁটেই বাড়ি ফিরছিল সুপ্রীতি। ট্রাকটি পিছন দিক থেকে আসছে দেখে সুপ্রীতি ও তার বন্ধুরা রাস্তায় দাঁড়িয়ে পড়ে। চিৎকার করে ট্রাক থামাতে বলে। ট্রাকে খালাসি ছিল না। চালকও শুনতে পাননি। তারপর ট্রাকের চাকায় সাইকেল সমেত চাপা পড়ে সুপ্রীতি। সুপ্রীতির ডান পায় গুরুতর চোট লাগে। প্রথমে তাকে বেলদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে মেদিনীপুর মেডিক্যালে স্থানান্তরিত করা হয়েছে। হাসপাতালের শয্যায় শুয়ে সুপ্রীতি বলছিল, ‘‘স্কুলের সময় ওই রাস্তায় ট্রাক না চললেই ভাল হয়। আমার তো পরীক্ষা রয়েছে। কী হবে জানি না।’’ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ছন্দা ধাড়া বলেন, ‘‘স্কুল চলাকালীন ওই এলাকায় ট্রাক চলাচল বন্ধ রাখার জন্য প্রশাসনের কাছে বহুবার আবেদন করেছি। কোনও লাভ হয়নি।’’

পুলিশের অবশ্য আশ্বাস, যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

HS candidate Injured Accident
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE