Advertisement
১৯ এপ্রিল ২০২৪

মানিকতলায় উচ্ছেদ অভিযান

হাইকোর্টের নির্দেশে বেআইনি দখলদার উচ্ছেদ করল পূর্ত দফতর। তমলুক শহরের মানিকতলায় রাজ্য সড়কের ধারে ছ’টি দোকানঘর-সহ ন’টি নির্মাণ উচ্ছেদ করা হয় সোমবার সকালে।

আদালতের নির্দেশে মানিকতলায় চলছে উচ্ছেদ। —নিজস্ব চিত্র।

আদালতের নির্দেশে মানিকতলায় চলছে উচ্ছেদ। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৬ ০০:০০
Share: Save:

হাইকোর্টের নির্দেশে বেআইনি দখলদার উচ্ছেদ করল পূর্ত দফতর। তমলুক শহরের মানিকতলায় রাজ্য সড়কের ধারে ছ’টি দোকানঘর-সহ ন’টি নির্মাণ উচ্ছেদ করা হয় সোমবার সকালে।

পূর্ত দফতর ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, হলদিয়া-মেচেদা রাজ্য সড়কের ধারে এক ব্যক্তির রায়ত জমির সামনে পূর্ত দফতরের জায়গা বেদখল করে কয়েকটি দোকানঘর গড়ে উঠেছিল। এর ফলে ওই রায়ত জমির প্রবেশপথ বন্ধ হয়ে যায় বলে অভিযোগ। প্রবেশপথের জন্য হাইকোর্টে মামলা করেন ওই জমির মালিক। সম্প্রতি কলকাতা হাইকোর্ট পূর্ত দফতরের জায়গায় থাকা বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দেয়। আদালতের নির্দেশ মেনে ১০ অগস্ট জেলা পূর্ত দফতর ওই সব বেআইনি নির্মাণ উচ্ছেদের বিষয়ে উদ্যোগী হন। আসে তমলুক থানার পুলিশও। কিন্তু সে দিন উচ্ছেদের বিরোধিতা করে বিক্ষোভ দেখান তৃণমূল সমর্থকরা। আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় পূর্ত দফতর ও পুলিশ বাহিনী ওইদিন উচ্ছেদ অভিযান স্থগিত রাখে। সোমবার পুলিশ নিয়ে ফের অভিযান চালায় পূর্ত দফতর। এ দিন আর কেউ বাধা দেননি বলে জানিয়েছে পুলিশ। জেলা পূর্ত দফতরের সহকারী বাস্তুকার (সড়ক) নির্মলকুমার মণ্ডল বলেন, ‘‘উচ্চ-আদালতের নির্দেশ মেনেই উচ্ছেদ করা হয়েছে।’’a

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Eviction Maniktola
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE