Advertisement
২০ মে ২০২৪

নির্দল প্রার্থীর উপর হামলার অভিযোগ

ঘাটাল বিধানসভার নির্দল প্রার্থী তন্ময় দোলইয়ের প্রচার গাড়ির উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরের দাসপুর থানার রাজনগরের ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন সকাল থেকেই তন্ময় দোলইয়ের সমর্থনে একটি মারুতি গাড়িতে করে প্রার্থীর জনা চারেক সমর্থক রাজনগর এলাকায় প্রচার চালাচ্ছিলেন।

নিজস্ব সংবাদদাতা
ঘাটাল শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৬ ০০:৪১
Share: Save:

ঘাটাল বিধানসভার নির্দল প্রার্থী তন্ময় দোলইয়ের প্রচার গাড়ির উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরের দাসপুর থানার রাজনগরের ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন সকাল থেকেই তন্ময় দোলইয়ের সমর্থনে একটি মারুতি গাড়িতে করে প্রার্থীর জনা চারেক সমর্থক রাজনগর এলাকায় প্রচার চালাচ্ছিলেন। অভিযোগ, দুপুরে গাড়িটি রাজনগরে সেতুর কাছে আসতেই তৃণমূলের লোকজন গাড়ির উপর হামলা চালায় বলে অভিযোগ। লাঠি দিয়ে গাড়ির পেছনের কাচও ভেঙে দেয়। সঙ্গে প্রার্থীর সমর্থকদের মারধরও করা হয় বলে অভিযোগ।

রাজনগর এলাকাটি ঘাটাল বিধানসভার অধীন। ঘটনার পরই তন্ময় দোলই সহ তাঁর অনুগামীরা ঘটনায় জড়িত তৃণমূল কর্মীদের গ্রেফতারের দাবিতে সরব হন। তন্ময় দোলই বলেন, “গাড়ির ভিতরে আমার লিফলেট ছিল। তৃণমূলের দুষ্কৃতীরা সব লিফলেট ফেলে দেয়। আমার সমর্কদের মারধর এবং গালিগালাজ করে। গাড়ির কাচ ভেঙে দেয়।” ঘটনার কথা অস্বীকার করে তৃণমূলের দাসপুর-১ ব্লক সভাপতি সুকুমার পাত্র বলেন, “সংবাদমাধ্যমে নিজের প্রচারের জন্যই দলের বিরুদ্ধে মিথ্যা বদনাম করছেন ওই নির্দল প্রার্থী। দলের কেউ জড়িত নয়।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Independent candidate election
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE