মারধর এবং দুর্নীতিতে দল থেকে সাসপেন্ড। একদা তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ নেতা— সেই দিবাকর জানাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘বঙ্গধ্বনি’ কর্মসূচির প্রচার কিমিটিতে রাখা নিয়েদলের অন্দরে ক্ষোভ জমতে শুরু করেছে।
মমতা নেতৃত্বাধীন রাজ্য সরকারের আমলে গত ন’ বছরের সাফল্য রাজ্যবাসীর কাছে তুলে ধরতে ‘বঙ্গধ্বনি’ কর্মসূচি করবে তৃণমূল। বিধানসভা ভোটের আগে বর্তমান ‘কন্যাশ্রী’, ‘রুপশ্রী’, ‘সবুজ সাথী’, ‘খাদ্য সাথী’, ‘স্বাস্থ্য সাথী’-সহ বিভিন্ন জনমুখী প্রকল্পের প্রচার করা হবে ওই সব কর্মসূচিতে। আগামী ১১ ডিসেম্বর থেকে এই প্রচার কাজের জন্য তৃণমূলের নেতৃত্বদের নিয়ে কমিটি তৈরি করা হয়েছে। সেই কমিটিতে ঠাঁই হয়েছে কয়েক মাস আগে দল থেকে সাসপেন্ড হওয়া শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকরের। তাতেই আপত্তি তুলেছেন সংশ্লিষ্ট ব্লক তৃণমূল সভাপতি শরৎ মেট্যা।
শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত দিবাকরের বিরুদ্ধে গত ফেব্রুয়ারিতে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের এক আধিকারিককে মারধরের অভিযোগ উঠেছিল। ঘটনার পরেই তৃণমূল জেলা নেতৃত্ব দিবাকরকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করে এবং তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃণমূল শ্রমিক সংগঠনের পদ থেকে সরিয়ে দেন। সেই সাসপেনশন এখনও বহাল।