Advertisement
E-Paper

প্রাথমিক শিক্ষক বদলিতে অনিয়মের অভিযোগ পূর্বে

এক প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন অভিভাবকরা। কিন্তু সেই অভিযোগের তদন্ত না করেই মাত্র তিন দিনের মাথায় বদলি করে দেওয়া হয়েছে ওই শিক্ষককে। এমনই অভিযোগ পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৬ ০০:১৮

এক প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন অভিভাবকরা। কিন্তু সেই অভিযোগের তদন্ত না করেই মাত্র তিন দিনের মাথায় বদলি করে দেওয়া হয়েছে ওই শিক্ষককে। এমনই অভিযোগ পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের বিরুদ্ধে।

জেলা প্রাথমিক সংসদ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের পছন্দমত স্কুলে বদলির জন্য গত ২০১৪ সালের ডিসেম্বর মাসে আবেদনপত্র জমা নেওয়া নেওয়া হয়েছিল। ওই আবেদনের ভিত্তিতে ২০১৫ সালের মে মাসে প্রথম পর্যায়ে ৭২ জনকে জেলার বিভিন্ন স্কুলে বদলির নির্দেশ দেয় সংসদ। এরপর দ্বিতীয় ধাপে চলতি বছরের ২৪ জুন ৮৪ জন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকার বদলির নির্দেশ হয়। ওই বদলির তালিকায় রয়েছেন কাঁথি পূর্ব চক্রের চণ্ডীভেটি বাড় প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সেখ সরফরাজ হোসেন। তাঁকে কাঁথির ওই প্রাথমিক স্কুল থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে পাঁশকুড়া উত্তর চক্রের পাকুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। যদিও সরফরাজ বদলির জন্য কোন আবেদন করেনি।

পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের প্রাক্তন শিক্ষা কর্মাধ্যক্ষ মামুদ হোসেনের ছেলে সরফরাজ। সদ্য সমাপ্ত বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে ডিএসপি দলের হয়ে এগরা বিধানসভায় বামজোট প্রার্থী হয়েছিলেন মামুদ হোসেন। স্কুল সূত্রে জানা গিয়েছে, কয়েকজন অভিভাবক সরফরাজের বিরুদ্ধে অভিযোগ জানান, যে তিনি সময়মত স্কুলে যান না ও ছাত্র-ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। সরফরাজের অভিযোগ, ‘‘আমার বিরুদ্ধে একাংশ অভিভাবক অভিযোগ জানানোর পর সংসদের তরফে তদন্ত করা হয়নি । আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই বদলি করা হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিতভাবেই এটা করা হয়েছে।’’ বিদ্যালয় সংসদের এই নির্দেশের বিরুদ্ধে উচ্চ-আদালতে আবেদন জানানো হয়েছে বলে জানান মামুদ হোসেনও। তাঁর কথায়, ‘‘জেলার অনেক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষিকারা বাড়ি থেকে অনেক দূরের স্কুলে যাতায়াতে বাধ্য হচ্ছেন। তাঁদের বদলি না করে অপেক্ষাকৃত কাছের স্কুলের শিক্ষকদের বদলি
করা হয়েছে।’’

পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি মানস দাস অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, ‘‘ওই প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে আগে থেকে অভিযোগ আসছিল। পরে লিখিত অভিযোগ আসে। নির্দিষ্ট পদ্ধতি মেনেই ওই শিক্ষককে বদলি করা হয়েছে। এর মধ্যে রাজনৈতিক বিষয় থাকার অভিযোগ ভিত্তিহীন।’’ আর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি মানস দাসের কথায়, ‘‘সরকারিভাবে নির্দিষ্ট কিছু বিষয় বিবেচনা করে শিক্ষক-শিক্ষিকাদের বদলির জন্য রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে প্রস্তাব করা হচ্ছে। এরপর ধাপে ধাপে বদলি প্রক্রিয়া চলছে।’’

প্রতিষ্ঠা দিবস। শিশু সংগঠন বঙ্কিম স্মৃতি সবপেয়েছির আসরের প্রতিষ্ঠা দিবস উদ্যাপন হল বৃহস্পতিবার। আসরের প্রতিষ্ঠাতা বঙ্কিমবিহারী পালের মূর্তিতে মাল্যদান করা হয়। উৎসবের পুরস্কার বিতরণও হয় এদিন। অনুষ্ঠানে যোগদান করে আসরের ভাইবোনেরা।

primary teacher irregularity
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy