Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Jangalmahal cup

নভেম্বরেই হচ্ছে জঙ্গলমহল কাপ, প্রস্তুতি শুরু পশ্চিম মেদিনীপুরে

২৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে ফুটবল, কবাডি-সহ ৪ বিভাগের প্রতিযোগিতা। প্রশাসনিক পর্যায়ে এর জন্য চূড়ান্ত প্রস্তুতি চলছে।

প্রচার মেদিনীপুরে। নিজস্ব চিত্র

প্রচার মেদিনীপুরে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২০ ১৩:৪২
Share: Save:

জঙ্গলমহল কাপের প্রস্তুতি শুরু হয়ে গেল পশ্চিম মেদিনীপুরে। করোনা পরিস্থিতির জন্য এ বার কিছুটা দেরি হলেও ২৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে ফুটবল, কবাডি-সহ ৪ বিভাগের প্রতিযোগিতা। প্রশাসনিক পর্যায়ে এর জন্য চূড়ান্ত প্রস্তুতি চলছে। শুক্রবার মেদিনীপুর শহরে দেখা গেল তারই প্রচার।

গত মাসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার প্রশাসনিক সভায় নির্দেশ দিয়েছিলেন, দেরিতে হলেও জঙ্গলমহল কাপ করতে হবে। সেই মতোই নভেম্বেরর তৃতীয় সপ্তাহে শুরু হচ্ছে প্রতিযোগিতা। জঙ্গলমহলের সব জেলায় প্রথমে থানা পর্যায়ে ও পরে জেলা স্তরে হবে প্রতিযোগিতা। এর পরে সব জেলার জয়ীদের নিয়ে চূড়ান্ত পর্যায়ের জঙ্গলমহল কাপ। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অন্যান্য বারের মতো এ বারেও ফুটবল, কবাডি, তীরন্দাজি এবং ঝুমুর নৃত্যের প্রতিযোগিতা হবে।

মেদিনীপুর শহরের অরবিন্দ স্টেডিয়াম-সহ বেশ কিছু মাঠে হবে প্রতিযোগিতা। প্রস্তুতি শুরু হয়েছে সর্বত্র। শুক্রবার সকালে মেদিনীপুর শহরের কালেক্টরেট মোড়ে ফুটবল নিয়ে জাগলিংয়ের মাধ্যমে জঙ্গলমহল কাপের প্রচার শুরু করে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। হাওড়ার দাসনগরের বাসিন্দা প্রসেনজিৎ মাইতি জাগলিং দেখান। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) অম্লানকুসুম ঘোষ উপস্থিত ছিলেন এ দিনের প্রচারে। পুলিশ জানিয়েছে, জঙ্গলমহলের বিভিন্ন থানা এলাকার ৪০০-র বেশি ক্লাব অংশ নেবে এই প্রতিযোগিতায়। পুরুষ ও মহিলাদের আলাদা আলাদা বিভাগে হবে প্রতিযোগিতা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Midnapore Jangalmahal Football Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE