Advertisement
০৩ মে ২০২৪

জেএনইউয়ের পাশে, প্রতিবাদে ছাত্র থেকে রাজনৈতিক দল

রবিবার রাতে দিল্লির ওই বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর এবং মারধরের ঘটনায় আহত হয়েছেন ছাত্রছাত্রী থেকে অধ্যাপকেরাও। ঘটনার প্রতিবাদে সোমবার পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকায় প্রতিবাদ মিছিল হয়েছে।

তমলুকে পথে নেমেছে ডিএসও ছা্ত্র সংগঠন। ডানদিকে, কাঁথিতে বামেদের মিছিল। সোমবার। নিজস্ব চিত্র

তমলুকে পথে নেমেছে ডিএসও ছা্ত্র সংগঠন। ডানদিকে, কাঁথিতে বামেদের মিছিল। সোমবার। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কাঁথি শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২০ ০২:৫২
Share: Save:

দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে মুখোশধারী দুষ্কৃতীদের তাণ্ডবের প্রতিবাদে জেলা জুড়ে রাস্তায় নাম একাধিক একাধিক ছাত্র সংগঠন এবং তৃণমূল, সিপিএম।

রবিবার রাতে দিল্লির ওই বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর এবং মারধরের ঘটনায় আহত হয়েছেন ছাত্রছাত্রী থেকে অধ্যাপকেরাও। ঘটনার প্রতিবাদে সোমবার পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকায় প্রতিবাদ মিছিল হয়েছে। এদিন ডিএসও-র পক্ষ থেকে কাঁথিতে একটি প্রতিবাদ মিছিল হয়। মিছিল শেষে বড় ডাকঘরের সামনে পথসভাও হয়। ডিএসও’র পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, ‘‘জেএনইউ-র হস্টেলের ফি প্রায় ৩০০ গুণ বাড়ানো হয়েছে। ছাত্রছাত্রীদের ন্যায়সঙ্গত আন্দোলন ভাঙার জন্য এমন নাক্ক্যারজনক ঘটনা ঘটানো হয়েছে। এর প্রতিবাদে আমরা সারা রাজ্যব্যাপী লাগাতার আন্দোলন চালিয়ে যাব।’’

জেলার সদর শহর তমলুক, হলদিয়ার টাউনশিপ, এগরা, মেচেদা, পাঁশকুড়া কলেজ-সহ বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল ও সভা হয়। কাঁথি মহকুমা বামফ্রন্টের পক্ষ থেকে ধিক্কার মিছিলের আয়োজন করা হয়েছিল। মিছিল শেষে প্রয়াত স্বাধীনতা সংগ্রামী ঈশ্বরচন্দ্র মালের মূর্তির পাদদেশে প্রতিবাদ সভা হয়। সেখানে বক্তৃতা করেন সিপিআই নেতা কানাই মুখোপাধ্যায়, স্বপন পণ্ডা, আরএসপি নেতা হোসেন আলি প্রমুখ।

‘সেভ এডুকেশন’ সংগঠনের তমলুক শাখার পক্ষ থেকে তমলুকের মানিকতলায় ধিক্কার সভা আয়োজন করা হয়। সেখানে বক্তৃতা করেন সংগঠনের শুভেন্দু শেখর দাস, সতীশ সাহু প্রমুখ। এ দিন কোলাঘাট ব্লক যুব তৃণমূলের উদ্যোগে প্রতিবাদ মিছিল হয়েছে। কোলাঘাট পঞ্চায়েত সমিতি সংলগ্ন এলাকা থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় কোলাঘাট স্টেশন এলাকায়। মিছিলে নেতৃত্ব দেন বিধায়ক তথা তৃণমূল যুব কংগ্রেসের পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি সংগ্রাম দোলই। কোলাঘাট ব্লকের যুব তৃণমূল নেতা-কর্মী যোগ দেন মিছিলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

JNU JNU violence JNU Attack DSO TMC CPIM
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE