Advertisement
০২ জুন ২০২৪

প্রয়াত কানু সাহু

প্রয়াত হলেন সিপিএমের প্রাক্তন পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক কানু সাহু। সোমবার ভোরে মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে গুরতর অসুস্থ হয়ে তমলুক শহরের একটি নার্সিংহোমে চিকিৎসাধীন থাকার পর বিকেলে তিনি মারা যান।

কানু সাহু। —নিজস্ব চিত্র।

কানু সাহু। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ২১ জুলাই ২০১৫ ০১:১১
Share: Save:

প্রয়াত হলেন সিপিএমের প্রাক্তন পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক কানু সাহু। সোমবার ভোরে মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে গুরতর অসুস্থ হয়ে তমলুক শহরের একটি নার্সিংহোমে চিকিৎসাধীন থাকার পর বিকেলে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। রেখে গিয়েছেন স্ত্রী ও তিন ছেলে।

পটাশপুর থানার অমর্ষি-কসবা গ্রামের জন্ম কানুবাবুর। পড়াশোনার পরে ১৯৬২ সালে তমলুক কলেজের ইতিহাসের অধ্যাপক হিসেবে যোগ দেওয়া কানুবাবু বামপন্থী অধ্যাপক সংগঠনে যোগ দিয়েছিলেন। কর্মসূত্রে তমলুক শহরের মালিজঙ্গল পাড়ার বাসিন্দা হন কানু হন। ১৯৭৪ সালে সিপিএমের দলীয় সদস্য পদ লাভ করেন। পরবর্তী সময়ে অবিভক্ত মেদিনীপুর জেলায় ১৯৮৫ সালে সিপিএমের জেলা কমিটির সদস্য হন। ১৯৮৯ সালে জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য হয়েছিলেন। ২০০২ সালে মেদিনীপুর জেলাভাগের পরে পূর্ব মেদিনীপুর জেলায় সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য হন। ২০০৮ সালে দলের জেলা সম্পাদক নির্বাচিত হন । দ্বিতীয়বার জেলা সম্পাদক থাকাকালীন ২০১৩ সালের নভেম্বর মাসে অসুস্থতার কারনে জেলা সম্পাদক পদ থেকে সরে দাঁড়ান। চলতি বছরে দলের জেলা সম্মেলন থেকে দলের জেলা কমিটির আমন্ত্রিত সদস্য ছিলেন। শোকবার্তা পাঠান সূর্যকান্ত মিশ্র, বিমান বসু প্রমুখ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kanu Sahu Tamluk Pataspur medinipur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE