কয়েক দশেকের জমি-জট। বছর দু’য়েক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরে অবশ্য রায়তি স্বত্বের আশায় বুক বেঁধেছিলেন জমি মালিকেরা। কিন্তু এখনও অনেকেই পাননি খসড়া পরচা। মুখ্যমন্ত্রীর আসন্ন জেলা সফরের আগে তাই ফের সরব হলেন খাসজঙ্গল মৌজার বাসিন্দারা।
খড়্গপুরের মালঞ্চ সংলগ্ন খাসজঙ্গল মৌজার বাসিন্দাদের গত জুলাই থেকে জমির খসড়া পরচা দেওয়া শুরু করে জেলা প্রশাসন। ১৪ অগস্টের মধ্যে পরচা দেওয়া ও সংশোধনী জমার প্রক্রিয়া শেষের কথা জানিয়েছিল ভূমি দফতর। কিন্তু অনেকেই পরচা না পাওয়ায় নতুন করে ১৫ অগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অভিযোগ জমা দিতে বলা হয়। ১৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলে অভিযোগের শুনানি।
এই শুনানি নিয়েই জমি মালিকদের মধ্যে অসন্তোষ ঘনিয়েছে। তাঁদের দাবি, শুনানির নামে হয়রান করা হচ্ছে। দলিল দেখানোর পরে তার আগের দলিল চাওয়া হচ্ছে, জমির রেকর্ড খুঁজে পাওয়া যাচ্ছে না-সহ নানা যুক্তি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বিহিত চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছে জমি মালিকদের সংগঠন। কাল, প্রশাসনিক বৈঠকে বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আনতে বিধায়কেরও দ্বারস্থ হয়েছে তারা। অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) তুষার সিংলা অবশ্য বলেন, “ওঁরা মুখ্যমন্ত্রীকে জানাতেই পারেন। তবে বিষয়টি আমরা অত্যন্ত যত্নের সঙ্গে দেখছি। ৯০ শতাংশ পরচা দিয়ে দেওয়া হয়েছে। ১০ শতাংশ নিয়ে যে অভিযোগ এসেছে তার শুনানি হয়েছে। দু’-একটি ক্ষেত্রে জটিলতা থাকায় উপযুক্ত নথি জমা দিতে বলা হয়েছে।”