Advertisement
০৫ মে ২০২৪
Fertilizer

Agitation: শ্রমিক-সাসপেন্ড নিয়ে উত্তেজনা হলদিয়ায়, ‘কম’ উৎপাদন করায় পদক্ষেপ, দাবি ঠিকাদারের

হলদিয়া পুরসভার কাউন্সিলর তথা ঠিকাদার প্রশান্ত দাসের দাবি, প্রশাসনকে জানিয়েই এই পদক্ষেপ করা হয়ে

কারখানার গেটের সামনে বিক্ষোভ।

কারখানার গেটের সামনে বিক্ষোভ। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
হলদিয়া শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২১ ১৩:২৯
Share: Save:

সাময়িক বরখাস্তের ঘটনায় শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল হলদিয়ার একটি সার কারখানার ফটক চত্বর। সোমবার এ নিয়ে বিক্ষোভ দেখান ঠিকা শ্রমিকরা। তাঁদের অভিযোগ, কারখানার ১২ জন ঠিকা শ্রমিককে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। যদিও হলদিয়া পুরসভার কাউন্সিলর তথা ঠিকাদার প্রশান্ত দাসের দাবি, প্রশাসনিক মহলে বিষয়টি জানিয়েই এই পদক্ষেপ করা হয়েছে।
সোমবার কারখানার ফটক আটকে বিক্ষোভ দেখান ঠিকা শ্রমিকরা। পঞ্চানন হাজরা নামে সাময়িক ভাবে বরখাস্ত হওয়া এক শ্রমিকের অভিযোগ, ‘‘১২ জন ঠিকা শ্রমিককে কারণ দর্শানোর চিঠি দিয়ে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। তাই আমরা আন্দোলন করছি। ঠিকাদার তথা এলাকার কাউন্সিলর প্রশান্ত দাস আমাদের উচিত মজুরি দেন না। আমরা বার বার অভিযোগ জানিয়েও ফল পাইনি। উনি আলোচনাও করেন না। বাইরের লোক এনে কাজ করান। আমাদের ক্ষমতার বাইরে গিয়েও কাজ করতে হচ্ছে। তাতে অনেক শ্রমিকের শারীরিক ক্ষতি হয়েছে। তার প্রতিবাদ করাতেই আমাদের সাসপেন্ড করা হয়েছে।’’

ঠিকাদার সংস্থার মালিক তথা কাউন্সিলর প্রশান্ত অবশ্য বলছেন, ‘‘শ্রমিক আন্দোলনের জেরে হলদিয়ার একমাত্র সার কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছিল। সব পক্ষ আলোচনায় বসে সমস্যা মেটানো দরকার। কিন্তু আলোচনায় না বসে উৎপাদন কম করে দেওয়ায় ঝামেলার সূত্রপাত। এক দিকে চাষের মরশুমে ডিএপি সার উৎপাদনের জন্য সরকারের তরফে চাপ রয়েছে অথচ শ্রমিকরা এই সময়ই উৎপাদন কমিয়ে দিচ্ছেন। যে সমস্ত শ্রমিক কাজে ব্যাঘাত ঘটিয়েছিলেন তাঁদের সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। প্রশাসনের সর্বস্তরেই বিষয়টি জানানো হয়েছে। সমস্যা নিরসনে প্রশাসন-সহ সব পক্ষ উদ্যোগী হলে এবং শ্রমিকরা উৎপাদনে সহযোগিতা করলেই ঝামেলা মিটবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Fertilizer Haldia TMC Agitation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE