Advertisement
E-Paper

বন্দরের সাংস্কৃতিক সংস্থায় জয়ী বামেরা

বন্দরের ক্রীড়া, সাংস্কৃতিক ও বিনোদন সংস্থা হলদিয়া ডক ইনস্টিটিউটের পরিচালন সমিতির নির্বাচনে তৃণমূলের শ্রমিক সংগঠনকে পর্যুদস্ত করে জয়ী হল বামেরা। ১৯টি আসনের মধ্যে ১২টিতে জিতেছেন সিটু এবং এআইটিইউসি-র প্রার্থীরা। ৭টি গিয়েছে অরাজনৈতিক শ্রমিকসংগঠন কলকাতা পোর্ট শ্রমিক ইউনিয়নের দখলে। আর আইএনটিটিইউসি খাতাই খুলতে পারেনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৫ ০১:১২

বন্দরের ক্রীড়া, সাংস্কৃতিক ও বিনোদন সংস্থা হলদিয়া ডক ইনস্টিটিউটের পরিচালন সমিতির নির্বাচনে তৃণমূলের শ্রমিক সংগঠনকে পর্যুদস্ত করে জয়ী হল বামেরা। ১৯টি আসনের মধ্যে ১২টিতে জিতেছেন সিটু এবং এআইটিইউসি-র প্রার্থীরা। ৭টি গিয়েছে অরাজনৈতিক শ্রমিকসংগঠন কলকাতা পোর্ট শ্রমিক ইউনিয়নের দখলে। আর আইএনটিটিইউসি খাতাই খুলতে পারেনি। আগে এই সংস্থার পরিচালন সমিতিতে যৌথ ভাবে ক্ষমতায় ছিল আইএনটিটিইউসি এবং কলকাতা পোর্ট শ্রমিক ইউনিয়ন। এ বার অবশ্য তাদের মধ্যে জোট হয়নি।

দু’বছর অন্তর বন্দরের এই সংস্থায় ভোট হয়। বাম আমলে দীর্ঘ দিন সিটুর দখলেই ছিল এর পরিচালন সমিতি। ২০০৭ সাল থেকে পরিচালন সমিতির সিটুর হাতছাড়া হয়। গত দু’বার পরিচালন সমিতির ক্ষমতায় ছিল আইএনটিটিইউসি এবং কলকাতা পোর্ট শ্রমিক ইউনিয়নের জোট। এ বার হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বন্দরে আইএনটিটিইউসি-র স্থায়ী কর্মী ইউনিয়নের সাধারণ সম্পাদক অসীম সূত্রধর জানান, কলকাতা পোর্ট শ্রমিক ইউনিয়নের জোট না হওয়ায় কিছুটা সমস্যা হয়েছে। তাছাড়া, এ বারই প্রথম ভোটে লড়ে আরএসএসের শ্রমিকসংগঠন ভারতীয় সজদুর সঙ্ঘ (বিএমএস)। তারা খাতা খুলতে না পারলেও বেশ কিছু ভোট কেটেছে। এ সবই আইএনটিটিউসি-র বিরুদ্ধে গিয়েছে। কলকাতা পোর্ট শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক ফণিভূষণ চক্রবর্তীরও বক্তব্য, “বিএমএস কিছুটা ভোট কেটেছে। না হলে আমাদের ফল আরও ভাল হত।”

বন্দরের সিটু নেতা বিমান মিস্ত্রির অবশ্য দাবি, “আইএনটিটিইউসি বন্দরের শ্রমিকদের স্বার্থ দেখে না। ওদের জন্যই এবিজি-র মতো সংস্থা হলদিয়া ছেড়েছে। অথচ আমরা বছরভর শ্রমিক স্বার্থে আন্দোলন করি। তাই ভোটে এই ফল হয়েছে।”

গত জানুয়ারিতে হলদিয়া পোর্ট এমপ্লয়িজ কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির নির্বাচনেও সর্বোচ্চ আসন পেয়েছিল অরাজনৈতিক সংগঠন কলকাতা পোর্ট শ্রমিক ইউনিয়ন। সিটু অনুমোদিত ক্যালকাটা পোর্ট অ্যান্ড শোর মজদুর ইউনিয়ান ১৮টি আসনে জয়ী হয়েছিল। আইএনটিটিইউসি অনুমোদিত ন্যাশনাল ইউনিয়ান অব ওয়াটারফ্রন্ট ওয়ার্কম্যান (আই) ৭টি আসনে জয়ী হয়েছিল। বিএমএস জিতেছিল একটি আসনে।

ধর্ষণে ধৃত। দিঘার হোটেলে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ধৃত এক যুবককে গ্রেফতার করে মোহনা থানার পুলিশ। ধৃত মিন্টু মোদী কলকাতার এন্টালি থানা এলাকার বাসিন্দা। শনিবার মিন্টর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে কাঁথি আদালত। জানা গিয়েছে মুর্শিদাবাদের এক নাবালিকা বাড়ি থেকে পালিয়ে কলকাতা চলে যায়। সেখানেই তার সঙ্গে পরিচয় হয় পেশায় ট্যাক্সি চালক মিন্টু মোদীর। কাজ পাইয়ে দেওয়ার নাম করে মিন্টু তাকে দিঘায় নিয়ে আসে শুক্রবার। সেখানেই ধর্ষণ করে বলে অভিযোগ জানিয়েছে ওই নাবালিকা। শনিবার মোহনা থানায় খবর দেন ওই হোটেলের কর্মচারীরা।

INTTUC cultural organisation BMS trinamool tmc haldia
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy