স্নাতকস্তরে পরীক্ষা চলাকালীন কলেজের ভিতরে মাইক বাজিয়ে চলল ‘দুয়ারে সরকার’ কর্মসূচি। শুক্রবার এমন ছবি দেখা গেল কাঁথি দেশপ্রাণ মহাবিদ্যালয়ে।
পরীক্ষা এবং ফর্ম ফিলাপ চলাকালীন সরকারি অনুষ্ঠানের অনুমতি দেওয়ায় কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষুব্ধ পড়ুয়ারা। পরীক্ষার খাতা জমা দেওয়ার পরে কলেজের অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভ দেখান পরীক্ষার্থীরা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে দেশপ্রাণ মহাবিদ্যালয়ে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে গোটা এলাকার বহু মানুষ সরকারি প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য জড়ো হয়। যদিও, গত ১ ডিসেম্বর থেকে কলেজের দ্বিতীয় এবং চতুর্থ সিমেস্টারের অভ্যন্তরীণ মূল্যায়ন পরীক্ষা চলছে। প্রত্যন্ত গ্রামীণ এলাকার পরীক্ষার্থীদের নিজস্ব অনলাইন পরিষেবা না থাকায় কলেজের সামনে একটি সহায়তা শিবির খোলা হয়েছে। সেখানে এদিন প্রায় দু’শতাধিক পরীক্ষার্থী মাটিতে বসে পরীক্ষা দেন। পরীক্ষার খাতা ওই সহায়তা শিবিরের মাধ্যমে অনলাইন পদ্ধতিতে জমা দেন তাঁরা। একই সঙ্গে এদিন কলেজের স্নাতক স্তরের পাট ওয়ান এবং পার্ট টু দ্বিতীয় এবং চতুর্থ সিমেস্টারের ফর্ম ফিলাপ চলছিল।