Advertisement
১৭ জুন ২০২৪

ধৃত মূল অভিযুক্ত

ঝাড়গ্রামের ননীবালা হাইস্কুলের ঘটনায় মূল অভিযুক্ত সৌম্যদীপ মজুমদারকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, সৌম্যদীপ মেদিনীপুরে পালানোর চেষ্টা করেছিল।

নিজস্ব সংবাদদাতা
ঝাড়গ্রাম শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৬ ০০:৫৯
Share: Save:

ঝাড়গ্রামের ননীবালা হাইস্কুলের ঘটনায় মূল অভিযুক্ত সৌম্যদীপ মজুমদারকে গ্রেফতার করল পুলিশ।

পুলিশ সূত্রে খবর, সৌম্যদীপ মেদিনীপুরে পালানোর চেষ্টা করেছিল। সোমবার দুপুরে ঝাড়গ্রামের সেবায়তন এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আজ, মঙ্গলবার ধৃতকে ঝাড়গ্রাম আদালতে হাজির করা হবে।

অন্য দিকে, ছাত্রীদের ইভটিজিং এবং ছাত্রদের মারধরের ঘটনায় অভিযুক্ত দীপক বসু ওরফে বাপন এবং তমাল দাস ওরফে বুম্বা এদিন ঝাড়গ্রাম এসিজেএম আদালতে আত্মসমর্পণ করে। দু’জনের জামিনের আর্জি জানানো হয়। জামিনযোগ্য ধারায় মামলা থাকায় আদালত দু’জনের জামিনের আর্জি মঞ্জুর করে।

গত শুক্রবার ঝাড়গ্রামের ননীবালা হাইস্কুল চত্বরে ইভটিজিং-এর প্রতিবাদ করেছিল ছাত্রীরা। ছাত্রীদের সহপাঠী দুই ছাত্র বাড়ি ফেরার পথে ইভটিজারদের হাতে প্রহৃত হয়। এই ঘটনায় স্কুল-কর্তৃপক্ষ সৌম্যদীপ মজুমদার-সহ বেশ কয়েকজনের নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। ঘটনার পর থেকে ফেরার ছিল সৌম্যদীপ। তার নামে ঝাড়গ্রাম থানায় পুরনো একটি খুনের মামলাও রয়েছে। এফআইআর- এ নাম থাকা শুভঙ্কর সাউ নামে আরও একজন ফেরার। পুলিশ জানিয়েছে, তার খোঁজে তল্লাশি চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

chit fund
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE