সাইকেলের ব্রেক কেটে গিয়ে পাহাড়ের খাদে পড়ে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। রবিবার ঘটনাটি ঘটেছে বেলপাহাড়ি থানার কাঁকড়াঝোড় গ্রামে।
স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম গোরাচাঁদ মান্ডি। বয়স ৫৫ বছর। গোরাচাঁদের ছোট ছেলের পুলিশের চাকরির জন্য ‘মাঠ পরীক্ষা’ দিতে যাবেন। তার জন্য প্রয়োজন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ঠিকানার শংসাপত্র। রবিবার ওই শংসাপত্রের জন্য পঞ্চায়েত প্রধানের বাড়িতে যাচ্ছিলেন গোরাচাঁদ। শংসাপত্র সংগ্রহ করে বাড়ি ফেরার পথে বিপদে পড়েন প্রৌঢ়। পাহাড়ি আঁকাবাঁকা পথে যেতে যেতে সাইকেলের ব্রেক কেটে যায়। সাইকেল নিয়ে পাহাড়ের খাদে পড়ে যান গোরাচাঁদ। মৃত্যু হয়।
এক স্থানীয় বাসিন্দার কথায়, ‘‘কাঁকড়াঝোড় থেকে সাইকেলে চেপে প্রায় ১৩ কিমি রাস্তা পেরিয়ে চাকাডোবা গ্রামে বাঁশপাহাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানের গিয়েছিল গোরাচাঁদ। বাড়ি ফেরার পথে ওই দুর্ঘটনা হয়। ফেরার স্থানীয়েরা ওকে উদ্ধার করে ওদলচুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গিয়েছিল। কিন্তু চিকিৎসক জানান, গোরাচাঁদ মারা গিয়েছে।’’
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, সোমবার ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে দেহের ময়নাতদন্ত হয়েছে। মৃতের বড় ছেলে রাহুল মান্ডি বলেন, ‘‘পাহাড়ি আঁকাবাঁকা পিচ রাস্তা দিয়ে নিচে নামার সময় সাইকেলের ব্রেক কেটে গিয়েছিল। বাবাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। মাথায় আঘাত লেগেছিল বাবার।’’ তিনি আরও বলেন, ‘‘ভাইয়ের মাঠ পরীক্ষা রয়েছে। সে-ও মানসিক ভাবে ভেঙে পড়েছে।’’