ছেলে ব্যস্ত কেরলে বন্যায় দুর্গতদের উদ্ধারে। গড়বেতার গ্রামের বাড়িতে উদ্বেগ চেপেই ফোনে ছেলেকে সাহস যুগিয়ে চলেছেন প্রৌঢ় বাবা-মা।
গত ফেব্রুয়ারিতে কেন্দ্রের শিল্প নিরাপত্তা (সিআইএসএফ) বাহিনীর চাকরিতে যোগ দেন গড়বেতার ধাদিকার তুফান পণ্ডিত। এখন কেরলের বন্যায় দুর্গত মানুষদের উদ্ধারকার্যে ব্যস্ত এই বাহিনীর জওয়ানেরা। সেই বাহিনীর সদস্য হিসাবে তুফান গত ১৬ অগস্ট থেকে কেরলের কোচিতে কর্মরত। ভয়াবহ বন্যায় দিনরাত এক করে সহকর্মীদের সঙ্গে দুর্গত মানুষদের উদ্ধারকাজ ব্যস্ত গড়বেতার বছর চব্বিশের তুফান পণ্ডিত।
প্রতি পদে বিপদের ঝুঁকি। হাজার সমস্যা। তারই মধ্যে কর্তব্যে অবিচল ঘরের ছোট ছেলে। গড়বেতার ধাদিকার কাপড়িপাড়ার বাড়িতে দিনরাত ঘুম নেই বাবা, মা, দাদা, বৌদির। উদ্বেগ, উৎকন্ঠার মাঝে মোবাইলই ভরসা তাঁদের। বানভাসি কেরল থেকে কখন আসবে ছোট ছেলের ফোন!
উৎকণ্ঠায় তুফানের পরিজনেরা।
উদ্বেগ উৎকন্ঠা চেপেই বাবা শিবরাম পণ্ডিত বলেন, ‘‘কেরলে ভয়াবহ বন্যায় ছেলে উদ্ধারকার্যে ব্যস্ত। ফোনে ছেলের কাছ থেকে ভয়াবহতা শুনে উদ্বেগ বাড়ে। চিন্তায় থাকি। প্রতিবার ফোন করলেই ছেলেকে সাহস জুগিয়ে বলি যতই অসুবিধায় পড়, দুর্গত মানুষদের উদ্ধারকাজ মন দিয়ে কর, তাঁদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিস।’’ স্বামীর পাশে বসে স্ত্রী উমা পণ্ডিত বলেন, ‘‘ছেলের জন্য চিন্তায় খাওয়া ঘুম উঠে গিয়েছে। তবুও মনকে শক্ত করে ছেলেকে বলি বন্যাদুর্গতদের অবহেলা করবি না, তোদের উপর অগাধ আস্থা দুর্গতদের।’’
কেরলের কোচি থেকে মোবাইলে তুফানের মন্তব্য, ‘‘এখানকার ভয়াবহ বন্যায় আমরা বহু মানুষকে উদ্ধার করে ত্রাণ শিবিরে এনেছি। কাজে উৎসাহ পাচ্ছি বাড়ির থেকে বাবা-মা বারবার সাহস জোগানোয়।’’
নিজস্ব চিত্র