Advertisement
১০ মে ২০২৪

নির্বিঘ্ন ভোটের দাবি মানসের

সদ্য প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষের বিরুদ্ধে তাঁর অভিযোগ ছিল ভুরি ভুরি। পশ্চিম মেদিনীপুরের নতুন পুলিশ সুপার ভাদনা বরুণ চন্দ্রশেখরের সঙ্গে দেখা করে তাই নির্বিঘ্ন ভোটের দাবি জানালেন সবংয়ের কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়া।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৬ ০০:৪৯
Share: Save:

সদ্য প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষের বিরুদ্ধে তাঁর অভিযোগ ছিল ভুরি ভুরি। পশ্চিম মেদিনীপুরের নতুন পুলিশ সুপার ভাদনা বরুণ চন্দ্রশেখরের সঙ্গে দেখা করে তাই নির্বিঘ্ন ভোটের দাবি জানালেন সবংয়ের কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়া।

বৃহস্পতিবার সন্ধ্যায় সেই সাক্ষাতের পরে মানসবাবুর বক্তব্য, “আমি ওঁকে বলেছি, মানুষকে রক্ষা করুন। মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করুন। গত তিন বছর জেলার মানুষ আতঙ্কে ছিলেন। ভারতী ঘোষ কলঙ্কিত নজির তৈরি করে দিয়ে গিয়েছেন।”

মানসবাবু জানান, জেলা পুলিশ সুপার খুব ধৈর্য ধরে তাঁর কথা শুনেছেন। নির্বাচন কমিশনের নির্দেশ মতো পদক্ষেপ করার আশ্বাসও দিয়েছেন। বৃহস্পতিবার জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন সবংয়ের বিধায়ক। পরে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। আর কংগ্রেসের সঙ্গে জোটের ব্যাপারে হাইকমান্ডের সিদ্ধান্তই চূড়ান্ত বলে এ দিনও জানিয়েছেন মানসবাবু। তাঁর কথায়, “৩৪ বছরের অন্যায়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেছিলাম। বামফ্রন্ট সরকার পরাজিত হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় দু’দিন আগে বলেছেন, কংগ্রেসকে ঘাড়ে নিয়ে না কি তাঁর কষ্ট হয়েছে। আরে কংগ্রেস তো আপনাকে ঘাড়ে চড়িয়ে মুখ্যমন্ত্রী করেছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

manas bhuiyan violence less poll
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE