Advertisement
২৫ এপ্রিল ২০২৪

আমাকে গ্রহণ করুন: মানস

‘‘আপনাদের দলে এসেছি। আপনারা আমাকে গ্রহণ করুন। আমি আপনাদের দলের ঘরের দরজায় দাঁড়িয়ে আছি। আমাকে একগ্লাস জল দেবেন না, বসার আসন দেবেন না!’’—মঙ্গলবার সবংয়ের তেমাথানিতে দাঁড়িয়ে এমনই কাতর আবেদন করতে শোনা গেল কংগ্রেস ছেড়ে তৃণমূলে যাওয়া স্থানীয় বিধায়ক মানস ভুঁইয়াকে।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৭ ০০:১৭
Share: Save:

‘‘আপনাদের দলে এসেছি। আপনারা আমাকে গ্রহণ করুন। আমি আপনাদের দলের ঘরের দরজায় দাঁড়িয়ে আছি। আমাকে একগ্লাস জল দেবেন না, বসার আসন দেবেন না!’’—মঙ্গলবার সবংয়ের তেমাথানিতে দাঁড়িয়ে এমনই কাতর আবেদন করতে শোনা গেল কংগ্রেস ছেড়ে তৃণমূলে যাওয়া স্থানীয় বিধায়ক মানস ভুঁইয়াকে।

মে মাসের শেষ সপ্তাহে সবংয়ে জনসভা করবেন তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারই প্রস্তুতিতে ছিল এ দিনের সভা। হাজির ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি, জেলা কার্যকরী সভাপতি নির্মল ঘোষ, জেলা যুব সভাপতি রমাপ্রসাদ গিরি, ব্লক যুব সভাপতি আবু কালাম বক্স প্রমুখ। অভিষেকের সভায় প্রচুর জমায়েত করতে চলতি মাসে জেলার প্রতিটি ব্লকে বুথে-বুথে পাড়া বৈঠক করবে তৃণমূল। মে মাস জুড়ে জেলার বিভিন্ন ব্লকে হবে প্রচার সভা। কোথায় প্রচার সভা হবে তা ঠিক করতে ১৭ এপ্রিল জেলায় বৈঠকে বসবে যুব তৃণমূল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Manas Bhunia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE