Advertisement
১৬ জুন ২০২৪
আজ প্রধান, উপপ্রধান নির্বাচন

সিদ্ধান্ত মানতে হবে, হুইপ জেলা তৃণমূলে

তমলুকের পাঁশকুড়া থেকে হলদিয়ার মহিষাদল, নন্দকুমার-১ ও ২ ব্লক—আজ, সোমবার পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়ে দলীয় কোন্দল নিয়ে অস্বস্তিতে তৃণমূল।  

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৮ ০১:০৯
Share: Save:

তমলুকের পাঁশকুড়া থেকে হলদিয়ার মহিষাদল, নন্দকুমার-১ ও ২ ব্লক—আজ, সোমবার পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়ে দলীয় কোন্দল নিয়ে অস্বস্তিতে তৃণমূল।

দফায় দফায় বৈঠক করে প্রধান, উপ-প্রধান পদের জন্য প্রার্থী বাছাই। তারপর রাতেই তালিকা নিয়ে জেলা নেতৃত্বের কাছে গিয়ে অনুমোদনের পর দলের হুইপ জারি। নিরঙ্কুশভাবে জয়ী পাঁশকুড়া ব্লকের ১৪ টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপ-প্রধান বাছাই ঘিরে রবিবার শেষ মুহূর্তে এমনই তৎপরতা চলল তৃণমূলের অন্দরে। আজ, সোমবার পূর্ব মেদিনীপুর জেলার ১০২টি গ্রামপঞ্চায়েতে প্রধান, উপ-প্রধান পদের নির্বাচন। এর মধ্যেই রয়েছে পাঁশকুড়া ব্লকের ১৪টি গ্রাম পঞ্চায়েত। সবকটিতেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তৃণমূল। এমনকী মাইশোরা ও কেশাপাট পঞ্চায়েতে বিরোধী দলের একজনও সদস্য নেই। কিন্তু প্রধান, উপ-প্রধান পদের দাবি নিয়ে দলের অন্দরে ঠান্ডা লড়াই তুঙ্গে ওঠায় ওই পদের বাছাইয়ের জন্য স্থানীয় বিধায়ক সহ ব্লকের৫ নেতাকে নিয়ে কমিটি গড়েছেন জেলা নেতৃত্ব। কিন্তু তাতেও প্রধান, উপ-প্রধান বাছাই সহজ হয়নি বলেই অভিযোগ। কারণ দলের ব্লক সভাপতি দীপ্তিকুমার জানা ও পাঁশকুড়ার পুরপ্রধান নন্দকুমার মিশ্র ও জাইদুল খান নিজেদের অনুগামীদের ওই পদে বসানোর জন্য তৎপর বলে অভিযোগ। দলীয় সূত্রে খবর, প্রধান ও উপ-প্রধান পদে ব্লক নেতৃত্বের তৈরি তালিকা অনুমোদনের পাশাপাশি ওই পদে দলীয় প্রার্থীকে সমর্থনের জন্য প্রতিটি পঞ্চায়েত সদস্যকে জেলা সভাপতির হুইপ-সহ চিঠি দেওয়া হবে সোমবার সকালে প্রধান নির্বাচনের সভায় যাওয়ার কিছুক্ষণ আগে।

চিঠি দেওয়ার বিষয় স্বীকার করে দীপ্তিকুমার জানা বলেন, ‘‘জেলা নেতৃত্বের নির্দেশিকা মেনেই প্রধান, উপ-প্রধান প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে। জেলা নেতৃত্বের তরফে এবিষয়ে দলের সব সদস্যকে চিঠি দেওয়া হবে।’’ তৃণমূল নেতা তথা পাঁশকুড়ার পুরপ্রধান নন্দকুমার মিশ্র বলেন, ‘‘প্রধান ও উপ-প্রধান পদাধিকারী প্রার্থী বাছাই সর্বসম্মতভাবেই হয়েছে। দলের সিদ্ধান্ত মেনে যাতে ওই প্রার্থীদের সমস্ত সদস্য সমর্থন জানান সেজন্য জেলা নেতৃত্বের নির্দেশ সংবলিত চিঠি দেওয়া হবে।’’

মহিষাদল ব্লকের ইটামগরা-২ গ্রাম পঞ্চায়েতে প্রধান আর উপ প্রধান নির্বাচন ঘিরেও শাসক দলের কোন্দল তুঙ্গে। রবিবার ওই পঞ্চায়েতে প্রধান এবং উপ প্রধান বাছার জন্য জরুরি মিটিং ডাকা হয়। সেখানে একাধিক নাম নিয়ে আলোচনা হওয়ায়, শেষপর্যন্ত ঐকমতে আসতে পারেনি ব্লক তৃণমূল নেতৃত্ব। সোমবার ওই পঞ্চায়েতে প্রধান পদে ভোটাভুটি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে বিদায়ী প্রধান রামকৃষ্ণ দাসের অনুগামীরা। একই ভাবে সুতাহাটা ব্লকের ৬টি পঞ্চায়েতে প্রধান, উপপ্রধান বাছতেও হিমশিম খেতে হচ্ছে শাসক দলকে।

সুতাহাটা ব্লক তৃণমূল সভাপতি অমিয় কুমার দাস বলেন, ‘‘জেলা সভাপতি শিশির অধিকারী এবং পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী যাঁদের নাম চূড়ান্ত করে পাঠাবেন, তাঁদের সমর্থ করার জন্য নির্বাচিত সদস্যদের কাছে ‘বার্তা’ পাঠানো হয়েছে।’’

নন্দীগ্রাম-১ ব্লকের সবকটি পঞ্চায়েতে পৃথকভাবে জয়ী পঞ্চায়েত সদস্যদের নিয়ে মিটিং হয়েছে। সেখানে কারা প্রধান এবং উপপ্রধান হবেন, তা প্রায় পাকা বলে দলীয় সূত্রে খবর। নন্দীগ্রাম-২ ব্লকের বয়াল-১, আমদাবাদ, সহ চারটি পঞ্চায়েতে জয়ীদের ডেকে মিটিং করে প্রধান এবং উপ প্রধান নাম চূড়ান্ত হয়েছে। তবুও দলীয় নির্দেশ ‘অমান্য’ করে সদস্যদের একাংশ ভোটাভুটি করতে পারেন বলে আশঙ্কা ব্লক নেতৃত্বের। তাই দুটি ব্লকে নির্বাচিতদের কাছে দলের শৃঙ্খলা বজায় রাখতে লিখিত বার্তা পাঠানো হচ্ছে। জেলা তৃণমূল নেতা মানস কুমার দাসের দাবি, সর্বসম্মতিক্রমে পঞ্চায়েত সদস্য এবং বুথ সভাপতিদের নিয়ে মিটিংয়ে সব নাম চূড়ান্ত হয়েছে। তাই সমস্যা হবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Whip TMC Instruction
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE