Advertisement
২৫ এপ্রিল ২০২৪
এগরা পুরসভা

পুরভোটের আগে বিবাদ মেটাতে বৈঠক

পুর নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। তার আগেই পূর্ব মেদিনীপুর জেলার তমলুক, কাঁথি ও এগরা পুরসভায় প্রার্থী তালিকা চূড়ান্ত করতে আসরে নেমেছে রাজনৈতিক দলগুলি। প্রার্থী তালিকা নিয়ে জট কাটাতে তৎপর তৃণমূল নেতৃত্বও। তৃণমূল সূত্রে খবর, আলোচনার মাধ্যমে তমলুক পুরসভার কয়েকটি ওয়ার্ডে প্রাথমিক ভাবে প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে। তবে কয়েকটি ওয়ার্ড থেকে একাধিক নাম আসায় এখনও প্রার্থীর নাম ঠিক হয়নি।

নির্বাচনের দিন ঘোষণা বা প্রার্থী তালিকা প্রকাশ হয়নি। তবু শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন। এগরায় তোলা নিজস্ব চিত্র।

নির্বাচনের দিন ঘোষণা বা প্রার্থী তালিকা প্রকাশ হয়নি। তবু শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন। এগরায় তোলা নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
এগরা শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৫ ০১:৩৭
Share: Save:

পুর নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। তার আগেই পূর্ব মেদিনীপুর জেলার তমলুক, কাঁথি ও এগরা পুরসভায় প্রার্থী তালিকা চূড়ান্ত করতে আসরে নেমেছে রাজনৈতিক দলগুলি। প্রার্থী তালিকা নিয়ে জট কাটাতে তৎপর তৃণমূল নেতৃত্বও। তৃণমূল সূত্রে খবর, আলোচনার মাধ্যমে তমলুক পুরসভার কয়েকটি ওয়ার্ডে প্রাথমিক ভাবে প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে। তবে কয়েকটি ওয়ার্ড থেকে একাধিক নাম আসায় এখনও প্রার্থীর নাম ঠিক হয়নি। এর আগেও একাধিক ঘটনায় এগরায় শাসক দলের দুই গোষ্ঠীর কোন্দল বেআব্রু হয়েছে।

দলীয় সূত্রে খবর, এগরায় একটি গোষ্ঠীর সমর্থকরা বিধায়ক সমরেশ দাস ও স্বপন নায়কের অনুগামী বলে পরিচিত। অন্য গোষ্ঠীর লোকেরা এগরার প্রাক্তন পুরপ্রধান তপন কর ও তৃণমূল নেতা জয়ন্ত সাউয়ের অনুগামী বলে এলাকায় পরিচিত। এগরা পুরসভায় মোট ১৪টি ওয়ার্ড রয়েছে। গত বছর অগস্টে পুর বোর্ডের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। কিন্তু নির্বাচন না হওয়ায় বর্তমানে পুর-প্রশাসক বোর্ডের চেয়ারম্যান হিসেবে পুরসভা পরিচালনার দায়িত্বে রয়েছেন মহকুমাশাসক অসীমকুমার বিশ্বাস। বোর্ডের অন্যতম সদস্য স্থানীয় বিধায়ক সমরেশ দাসও।

দলীয় সূত্রে খবর, সম্প্রতি এগরায় পৃথক প্রার্থী তালিকা তৈরি করতে আসরে নামেন দলের দুই গোষ্ঠী। দলীয় সূত্রে খবর, প্রথমে সমরেশবাবু ও স্বপনবাবু প্রতিটি ওয়ার্ডে বৈঠক করে প্রার্থী তালিকা তৈরি করেন। সমরেশবাবু বলেন, “১৪টি ওয়ার্ডে বৈঠক করে আমরা যে প্রার্থী তালিকা তৈরি করেছি, সেটি উর্ধ্বতন নেতৃত্বকে পাঠানো হয়েছে।” ফের ওই ওয়ার্ডগুলিতে পাল্টা বৈঠক করে জয়ন্তবাবুর গোষ্ঠীর অনুগামীরা অন্য একটি প্রার্থী তালিকা প্রস্তুত করেন বলে তৃণমূল সূত্রে খবর। জয়ন্তবাবু বলেন, “দলের ঊর্ধ্বতন নেতৃত্বের নির্দেশ মেনে প্রতিটি ওয়ার্ডে আমরা প্রার্থী নির্বাচন করেছি।” এগরার বিভিন্ন ওয়ার্ডে জয়ন্তবাবুর অনুগামীদের পাল্টা বৈঠক প্রসঙ্গে স্বপনবাবু বলেন, “আমাদের বৈঠক হয়ে যাওয়ার পর জয়ন্তবাবুর নেতৃত্বে আবার বৈঠক হচ্ছে বলে শুনেছি। এমন কেন হচ্ছে জানা নেই।” দলের দুই গোষ্ঠীর পৃথকভাবে প্রার্থী তালিকা তৈরি নিয়ে জেলা তৃণমূল সভাপতি শিশির অধিকারী বলেন, “এতে অসুবিধায় কোনও কারণ নেই। দলে ভিন্ন মত থাকতেই পারে। সকলের থেকে প্রার্থী তালিকা পাওয়ার পর আলোচনার মাধ্যমে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।”

দলীয় সূত্রে খবর, প্রার্থী তালিকা নিয়ে জট কাটাতে একাধিকবার এগরার দলীয় নেতাদের নিয়ে বৈঠকে বসেন জেলা নেতৃত্ব। যদিও সোমবার সমরেশবাবু জানান, দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে এগরা পুরসভায় একটি বাদে বাকি সব ওয়ার্ডে প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে। কিছুদিনের মধ্যেই প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। একই বক্তব্য জানান জয়ন্তবাবুরও। সোমবার শিশির অধিকারী বলেন, “দলে আলোচনার মাধ্যমে সহমতের ভিত্তিতে প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে। শীঘ্রই তা প্রকাশ করা হবে।”

এগরায় প্রার্থী তালিকা চূড়ান্ত করতে সোমবার বৈঠকে বসে বাম নেতৃত্বও। গত বছর এগরায় ১৪টি আসনে প্রার্থী দিয়েছিল বামেরা। চোদ্দোটি আসনের মধ্যে সিপিএম ৬টি, সিপিআই ৩টি, ডিএসপি ৩টি, সোশ্যালিস্ট পার্টি একটি ও ফরওয়ার্ড ব্লক একটি আসনে প্রার্থী দিয়েছিল। এ দিন পুরসভার প্রাক্তন বিরোধী দলনেতা সিপিএমের সুব্রত পণ্ডা বলেন, “গত বারের আসন বিন্যাস নিয়ে তেমন কোনও সমস্যা নেই। আশা করি, আলোচলার মাধ্যমে দ্রুত প্রার্থী তালিকা প্রকাশ করা যাবে।” বামফ্রন্টের এগরা পুর-নির্বাচনী কমিটি-র আহ্বায়ক ভুবন খাটুয়া বলেন, “প্রার্থী তালিকা নিয়ে বৈঠক ডাকা হয়েছিল। আশা করি, পুর নির্বাচনে বামফ্রন্ট সমস্ত শরিক দলকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE