Advertisement
০৭ মে ২০২৪

নির্জলা স্কুলে চড়ল না হাঁড়ি

স্কুলে কোনও জলের ব্যবস্থা নেই। পুরসভার জলই ভরসা। কিন্তু শুক্রবার পুরসভার ট্যাপকলে জল আসেনি। তাই মিড ডে মিল রান্না হয়নি খড়গপুরের ২৪ নম্বর ওয়ার্ডের সাঁজোয়াল প্রাথমিক বিদ্যালয়ে।

বন্ধ: মিড ডে মিল মিলবে না, নোটিস দেখছে পড়ুয়ারা। নিজস্ব চিত্র

বন্ধ: মিড ডে মিল মিলবে না, নোটিস দেখছে পড়ুয়ারা। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৭ ০১:২৭
Share: Save:

স্কুলে কোনও জলের ব্যবস্থা নেই। পুরসভার জলই ভরসা। কিন্তু শুক্রবার পুরসভার ট্যাপকলে জল আসেনি। তাই মিড ডে মিল রান্না হয়নি খড়গপুরের ২৪ নম্বর ওয়ার্ডের সাঁজোয়াল প্রাথমিক বিদ্যালয়ে। পুরপ্রধান প্রদীপ সরকার বলেন, ‘‘ইন্দার কাছে মাটি খুঁড়তে গিয়ে কেউ জলের পাইপ কেটে দিয়েছে। তাই আশপাশের এলাকায় জলের সমস্যা হয়েছে। মেরামতের কাজ চলছে।’’

সাঁজোয়াল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লক্ষ্মীকান্ত শাসমল জানালেন, বিদ্যালয়ের নিজস্ব কোন নলকূপ নেই। পুরসভার জল বিদ্যালয়ের রিজার্ভারে ভর্তি করে পাম্পের সাহায্যে ছাদে জলের ট্যাঙ্ক ভরা হয়। তারপর বিদ্যালয়ের ট্যাপকলে জল আসে। পুরসভার জল ও বিদ্যুৎ না থাকলে বিদ্যালয়ে জল মেলে না। এই বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা ১৪০ জন। গড়ে দিনে ১২০ জন উপস্থিত থাকে।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পুরসভার জল আসেনি। ফলে, বিদ্যালয়ের রিজার্ভার ভর্তি হয়নি। শুক্রবার তাই মিড ডে মিল রান্না হয়নি। খাওয়ার সময়ই শিশুশ্রেণি ও প্রথম শ্রেণির বাচ্চাদের ছুটি দিয়ে দেওয়া হয়। প্রধান শিক্ষক লক্ষ্মীকান্তবাবু বলেন, ‘‘বিদ্যালয়ে বিকল্প জলের ব্যবস্থা করার জন্য আবেদন জানিয়েও সাড়া মেলেনি।’’ বিদ্যালয়ের এক শিক্ষিকা জানালেন, অনেক সময় পাশের পুকুরে থালা-বাসন ধুতে যায় পড়ুয়ারা। ফলে, বিপদের আশঙ্কা থাকে।

শ্রেণিকক্ষেরও অভাব রয়েছে এই প্রাথমিক বিদ্যালয়ে। একটি ঘরেই দুটি শ্রেণির পড়াশোনা হয়। ক্লাসঘরেই রাখতে হয় মিড ডে মিলের চাল-ডাল-আনাজ। খাওয়ার জায়গা নেই। বারান্দা ও শ্রেণিকক্ষে বসে মিড ডে মিল খায় পড়ুয়ারা। বিদ্যালয়ের পিছনে পুকুর ও বাঁশবন থাকলেও সীমানা প্রাচীর নেই। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘‘অনেকবার পরিদর্শন হয়েছে। তবে কাজ হয়নি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Midday Meal School
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE