মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে ফুটবল বিতরণের কর্মসূচি পালিত হল খেজুরি, রামনগর ও এগরা থানা এলাকায়।
সোমবার খেজুরি বিধানসভা, ভগবানপুর-১ ব্লক ও পটাশপুর-২ ব্লকের মথুরা ও আড়গোয়াল গ্রাম পঞ্চায়েত এলাকার হাইস্কুল ও ক্লাব মিলিয়ে মোট ২০৬টি ফুটবল বিতরণ করা হয়। খেজুরি পূর্বচড়া যুবগোষ্ঠীর মাঠে এ দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন খেজুরির বিধায়ক রণজিৎ মণ্ডল, রাজ্য স্পোর্টস কাউন্সিলের সদস্য বিশ্বজিৎ মাইতি প্রমুখ। এ ছাড়াও রামনগরের পানমাণ্ডিতে ফুটবল বিতরণ করে রামনগর থানার পুলিশ। কর্মসূচির সূচনা করেন রামনগরের বিধায়ক অখিল গিরি। উপস্থিত ছিলেন কাঁথির এসডিপিও পার্থ ঘোষ, রামনগর-১ বিডিও অনুপম বাগ, রামনগর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাইচরণ সার, রামনগর-২ ব্লকের সভাপতি অরুণ দাস। পুলিশ সূত্রে খবর, রামনগর বিধানসভা এলাকার চারটি থানার অন্তর্গত হাইস্কুল, কলেজ, হাই মাদ্রাসা ও ক্লাবগুলিকে ৫টি করে মোট ৯৭টি ফুটবল তুলে দেওয়া হয়। পাশাপাশি রামনগর আরএসএ ময়দানে লোকশিল্পীদের সমন্বয়ে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’-এর কর্মসূচি তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়। এক দিনের প্রীতি ফুটবল ম্যাচেরও আয়োজন করা হয়। এ দিন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে ফুটবল বিতরণের আয়োজন করে এগরা থানার পুলিশ। এগরায় ফুটবল বিতরণের সূচনা করেন এগরার এসডিও রজতকান্তি বিশ্বাস। উপস্থিত ছিলেন এগরা মহকুমা পুলিশ আধিকারিক সব্যসাচী সেনগুপ্ত, এগরার পুরসভার চেয়ারম্যান শঙ্কর বেরা। পুলিশ সূত্রে খবর, এগরার ১২৪টি রেজিস্টার্ড ক্লাবকে ৫টি করে ফুটবল দেওয়া হয়। পাশাপাশি এগরা হাইস্কুল খেলার মাঠে প্রীতি ফুটবল ম্যাচেরও আয়োজন করা হয়।”