শ্লীলতাহানি এবং প্রতিবাদী দাদাকে মারধরের ঘটনায় অভিযুক্ত শ্যামগোপাল মাইতিকে গ্রেফতার করল পুলিশ। শনিবার গভীর রাতে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার অর্জুননগরের কাছে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে ভগবানপুর থানার পুলিশ। রবিবারই কাঁথি আদালতে হাজির করা হলে বিচারক তার জেল হাজতে রাখার নিদের্শ দেন। এ দিনই নিগৃহীতার গোপন জবানবন্দিও গ্রহণ করা হয়।
গত বুধবার নিস্কিনি গ্রামের বাসিন্দা ওই যুবতী বাজকুলের একটি কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্র থেকে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। সে সময় শ্যামগোপাল তাকে জোর করে সাইকেল থেকে নামিয়ে হাত ধরে টানাটানি করতে থাকে বলে অভিযোগ। ওই যুবতীর চিৎকারে আশপাশের লোক জড়ো হয়ে গেলে শ্যামগোপাল পালিয়ে যায়।
এরপর বোনের শ্লীলতাহানির প্রতিবাদ করায় শ্যামগোপাল ও তার দলবল ওই যুবতীর দাদাকে একটি গাছে বেঁধে বেধড়ক মারধর করে। রাত দেড়টা পর্যন্ত মারধর করার পর শ্যামগোপাল তাকে স্থানীয় এক তৃণমূল নেতার বাড়িতে নিয়ে গিয়ে মুচলেকা লিখিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ।
শুক্রবার ভগবানপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। জানা গিয়েছে রবিবার শ্লীলতাহানি ও মারধরের মামলা রুজু করে আদালতে তোলা হলেও পুলিশ অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য উপযুক্ত কাগজপত্র দেখাতে পারেনি। তাই সোমবার আবার পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলে জানা গিয়েছে।