Advertisement
০২ জুন ২০২৪

সৎকারে সমব্যথী, চালু হয়নি প্রকল্প

অর্থ বরাদ্দ হয়েছে। তা চলেও এসেছে। অথচ, এখনও সমব্যথী প্রকল্প চালু হয়নি রেলশহর খড়্গপুরে।গরিব পরিবারে কারও মৃত্যু হলে মৃতদেহ সত্কার ও পারলৌকিক কাজের জন্য এই প্রকল্পে নগদ ২ হাজার টাকা দেওয়ার কথা। গত ২৪ নভেম্বর এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০১৭ ০১:১২
Share: Save:

অর্থ বরাদ্দ হয়েছে। তা চলেও এসেছে। অথচ, এখনও সমব্যথী প্রকল্প চালু হয়নি রেলশহর খড়্গপুরে।

গরিব পরিবারে কারও মৃত্যু হলে মৃতদেহ সত্কার ও পারলৌকিক কাজের জন্য এই প্রকল্পে নগদ ২ হাজার টাকা দেওয়ার কথা। গত ২৪ নভেম্বর এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত সপ্তাহেই সমব্যথী প্রকল্প চালু হয়েছে জেলার সদর শহর মেদিনীপুরে। রবিবার খড়্গপুর পুরসভার বোর্ড মিটিংয়ে এই প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে বলে পুরসভারই এক সূত্রে খবর। খড়্গপুরের পুরপ্রধান প্রদীপ সরকার বলেন, “এ বার আমাদের শহরেও সমব্যথী প্রকল্প চালু হবে। সেই মতো সব পদক্ষেপই করা হয়েছে।” আপাতত এই প্রকল্পে ৩ লক্ষ ৬০ হাজার টাকা পেয়েছে খড়্গপুর পুরসভা। পরবর্তী সময়ে ফের অর্থ বরাদ্দ হবে।

জানা গিয়েছে, ২৪ নভেম্বরের পর যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারের পক্ষ থেকে আবেদন জানালে সাহায্য মিলবে। পুর-এলাকায় এই প্রকল্পের কাজ দেখভাল করবে পুরসভা। খড়্গপুরের পুরপ্রধান প্রদীপবাবু বলেন, “এ ক্ষেত্রে আবেদন খতিয়ে দেখেই পদক্ষেপ করা হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Samabyathi project CM
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE