Advertisement
০৭ মে ২০২৪

ডাকঘরে টাকা না মেলায় বিক্ষোভ

টাকা তুলতে না পারার অভিযোগে খড়্গপুরের বোগদা উপ-মুখ্য ডাকঘরে বিক্ষোভ দেখালেন গ্রাহকেরা। গ্রাহকদের অভিযোগ, এতদিন একলপ্তে বেশি টাকা তুলতে চাইলে সমস্যা হচ্ছিল। বুধবার কম টাকা তুলতে গিয়েও ভোগান্তির শিকার হন গ্রাহকেরা।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৬ ০০:০০
Share: Save:

টাকা তুলতে না পারার অভিযোগে খড়্গপুরের বোগদা উপ-মুখ্য ডাকঘরে বিক্ষোভ দেখালেন গ্রাহকেরা। গ্রাহকদের অভিযোগ, এতদিন একলপ্তে বেশি টাকা তুলতে চাইলে সমস্যা হচ্ছিল। বুধবার কম টাকা তুলতে গিয়েও ভোগান্তির শিকার হন গ্রাহকেরা। ডাকঘরের এজেন্ট সন্দীপ চক্রবর্তী বলেন, “বিগত ১৫ দিন ধরে গ্রাহকেরা নিজেদের সঞ্চয়ের টাকা তুলতে চাইছেন। কিন্তু ডাকঘর থেকে টাকা দেওয়া হচ্ছে না। এর ক্ষোভ এসে পড়ছে আমাদের উপরে।’’ তাঁর অভিযোগ, ‘‘ডাকঘর কর্তৃপক্ষ টাকা দিতে না পারার কারণ না জানানোয় আমরা বিপাকে পড়েছি।”

এ দিন বাড়ি কেনার জন্য অগ্রিম টাকা দেওয়ার শেষ দিন ছিল ওল্ড সেটলমেন্টের বাসিন্দা এ রুক্মিণীর। ডাকঘরে এসেও টাকা তুলতে না পেরে তিনি হতাশ। তাঁর কথায়, “ডাকঘরে সঞ্চিত ৭ লক্ষ টাকা দিনের পর দিন ঘুরেও তুলতে পারিনি। মঙ্গলবার টাকা তুলতে না পেরে আবেদন জানিয়েছিলাম। তা সত্ত্বেও টাকা দিচ্ছেন না ডাকঘর কর্তৃপক্ষ। আমার বাড়ি কেনা হবে কি না সন্দেহ রয়েছে।” যদিও ডাকঘর সূত্রে খবর, মেদিনীপুর প্রধান ডাকঘর থেকে টাকা না আসায় এই সমস্যা হয়েছে। পোস্টমাস্টার অরুণ নন্দী বলেন, “বেশ কয়েকদিন ধরে মেদিনীপুর প্রধান ডাকঘর থেকে পর্যাপ্ত টাকা না আসায় একটা সমস্যা হয়েছে। আশা করছি এক-দু’দিনে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।”

সুবর্ণ জয়ন্তী। পাঁচখুরী দেশবন্ধু হাইস্কুলের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে নানা প্রতিযোগিতা হল। ছাত্রদের আন্তঃবিদ্যালয় ফুটবলে জয়ী হয় চুয়াডাঙা হাইস্কুল। ছাত্রীদের খো- খো প্রতিযোগিতায় জয়ী হয় পাঁচখুরী হাইস্কুল। ফুটবল এবং খো- খো, দু’টিতেই রানার্স হয় তেল্যা বিদ্যাসাগর বিদ্যামন্দির। এই প্রতিযোগিতা হয় মঙ্গলবার। ফুটবলে টাইব্রেকারে জেতে চুয়াডাঙা হাইস্কুল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Money Post office
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE