Advertisement
০৩ মে ২০২৪

খুনের ঘটনায় ধৃত অভিযুক্ত

ভলিবল খেলা নিয়ে গোলমালের জেরে এক যুবককে পিটিয়ে খুনের ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে থেকে উত্তম মাইতি নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ০৯ মে ২০১৬ ০২:৫৮
Share: Save:

ভলিবল খেলা নিয়ে গোলমালের জেরে এক যুবককে পিটিয়ে খুনের ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে থেকে উত্তম মাইতি নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাঁশকুড়া থানার প্রতাপপুর-২ গ্রামপঞ্চায়েত এলাকার আমড়াগোয়াল গ্রামের মাঠে ভলিবল খেলা নিয়ে দু’দল গ্রামবাসীর মধ্যে বিরোধ বেঁধেছিল। ওই বিরোধের জেরে ২০১৫ সালের ২৪ অক্টোবর সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় নিতাই মণ্ডল নামে এক যুবককে মারধর করা হয়।

পরে কলকাতার একটি নার্সিংহোমে তাঁর মৃত্যু হয়। ওই যুবককে খুনের অভিযোগ তুলে ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাঁর পরিবার। পাঁশকুড়া থানার পুলিশ তদন্ত করে চারজনকে গ্রেফতার করলেও মূল অভিযুক্তদের গ্রেফতার করেনি। এরপর স্থানীয় বাসিন্দারা মুলঅভিযুক্তদের গ্রেফতারের দাবিতে স্মারকলিপি দেয় জেলা পুলিশ সুপারের কাছে। এরপর মহকুমা পুলিশের তদন্তকারী দল ওই মামলার তদন্তে নামে। শনিবার রাতে ওই মামলায় অভিযুক্ত একজনকে গ্রেফতার করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Murder Tamluk
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE