Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Jhargram

ঝাড়গ্রাম তৃণমূলের দায়িত্ব নিয়েই ছত্রধরকে ফোন করলেন মুনমুন

বুধবার ঝাড়গ্রাম জেলার লোধাশুলিতে তৃণমূলের অবস্থান-বিক্ষোভ কর্মসূচি ছিল। কৃষি আইনের প্রতিবাদে সেই অবস্থান কর্মসূচিতে যোগ দেন মুনমুন।

ঝাড়গ্রামে তৃণমূলের কর্মসূচি— নিজস্ব চিত্র।

ঝাড়গ্রামে তৃণমূলের কর্মসূচি— নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ঝাড়গ্রাম শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২০ ২৩:২৫
Share: Save:

ঝাড়গ্রাম জেলায় দলের দায়িত্ব পাওয়ার পরেই ময়দানে নেমে পড়লেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক দেবাশিস চৌধুরী ওরফে মুনমুন। সোমবার বিকেলে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়ে গিয়েছিলেন মুনমুনকে। তিনি দলের পশ্চিম জেলার মুখপাত্র ছিলেন। তাঁকে ওই জেলার সাধারণ সম্পাদক করা হয়েছে। সেই সঙ্গে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে ঝাড়গ্রাম জেলায়।

বুধবার মুনমুন বলেন, ‘‘দিদি নির্দেশ দিয়ে গিয়েছেন, ঝাড়গ্রাম জেলায় সাংগঠনিক কাজ দেখার। নির্দেশ মেনে সেই কাজ শুরু করেছি।’’

বুধবার ঝাড়গ্রাম জেলার লোধাশুলিতে তৃণমূলের অবস্থান-বিক্ষোভ কর্মসূচি ছিল। কৃষি আইনের প্রতিবাদে সেই অবস্থান কর্মসূচিতে যোগ দেন মুনমুন। সেখানে হাজির ছিলেন বিধায়ক চূড়ামণি মাহাত-সহ ঝাড়গ্রাম জেলার তৃণমূল নেতৃত্ব।

সভায় বক্তৃতার পরে জেলা তৃণমূল দফতরে যান মুনমুন। সেখানে জেলার নেতাদের সঙ্গে বৈঠক করেন। রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক ছত্রধর মাহাতের সাথে টেলিফোনে কথা বলেন। বৃহস্পতিবার ঝাড়গ্রাম বিডিও অফিস সংলগ্ন এলাকায় বিক্ষোভ কর্মসূচিতে ছত্রধর হাজির থাকবেন বলে জানিয়েছেন মুনমুন।

গত লোকসভা ভোটে ঝাড়গ্রাম কেন্দ্রে হেরে যায় তৃণমূল। এরপর ওই জেলায় রাজনৈতিক কর্মসূচিতে তৃণমূল নেতৃত্ব জোর দিয়েছেন। আসন্ন বিধানসভা ভোটে সেখানে বিজেপি-কে রোখা বড় চ্যালেঞ্জ বলেই মনে করছে দলের একাংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jhargram TMC chhatradhar mahato
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE