দলেরই পঞ্চায়েত প্রধান বা পুরপ্রধানদের বিরুদ্ধে দলের একাংশের অনাস্থা প্রস্তাব আনার প্রবণতা রুখতে ফের কড়া বার্তা দিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। ২১ জুলাইয়ের ব্রিগেড সমাবেশের প্রস্তুতি উপলক্ষে রবিবার পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতৌড়িতে আয়োজিত সভায় সুব্রতবাবু স্পষ্ট বলেন, ‘‘কোথাও কোথাও পঞ্চায়েত ও পুরসভার পদাধিকারীদের বিরুদ্ধে দলের একাংশের অনাস্থা প্রস্তাব আনার প্রবণতা শুরু হয়েছে। কিন্তু এটা চলবে না। যদি কোনও সংশয় থাকে আপানারা সরাসরি জেলা নেতৃত্বকে জানাবেন।’’ তাঁর দাবি জেলা নেতৃত্ব যদি সিদ্ধান্ত নেন তা হলে দল বলবে পদত্যাগ করতে।
পঞ্চায়েত ও পুরসভার মহিলা জনপ্রতিনিধিদের হয়ে তাঁর পরিবারের লোক কাজ করতে পারবে না বলেও এ দিন কড়া বার্তা দেন তৃণমূল রাজ্য সভাপতি। বিধানসভা ভোটে হলদিয়া, তমলুক ও পূর্ব পাঁশকুড়া বিধানসভায় হারের প্রসঙ্গ তুলে এ দিন সভায় দলের জেলা সভাপতি শিশির অধিকারী হুশিয়ারি দেন, ‘‘এই ফলের কারণ দলের একাংশের কার্যকলাপ। দলীয় প্রার্থীদের বিরুদ্ধে যাঁরা কাজ করেছে তাঁদের অনেকেই চিহ্নিত হয়েছে। এ সব বোঝা হয়ে নিয়ে যাওয়া হবে না।’’ পাশাপাশি তাঁরা হুঁশিয়ারি দেন দলের পদাধিকারী ও জনপ্রতিনিধিদের সম্পত্তি বৃদ্ধি, জীবনযাত্রার উপরেও নজর রাখা হচ্ছে।