Advertisement
২৭ এপ্রিল ২০২৪
midnapore

ভোটের কাজে গাড়ি নেওয়ার প্রক্রিয়া শুরু মেদিনাীপুরে

জেলা পরিবহণ দফতর জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত ১৩০০ গাড়িকে ভোটের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। আরও প্রায় ৩৭০০ ছোট গাড়ি লাগবে। সে ক্ষেত্রে ব্লক এবং মহকুমা স্তরে বাকি গাড়িগুলি নেওয়া হবে।

গাড়ি নেওয়ার প্রক্রিয়া শুরু।

গাড়ি নেওয়ার প্রক্রিয়া শুরু। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২১ ১৬:০৬
Share: Save:

নির্বাচনের দিন ক্ষণ এখনও ঘোষণা হয়নি। কিন্তু নির্বাচনের কাজ জোর কদমেই শুরু করে দিয়েছে প্রশাসন। পশ্চিম মেদিনীপুরের যেমন ভোটের জন্য গাড়ি সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। জেলা পরিবহণ সূত্রে জানা গিয়েছে, ভোটে পশ্চিম মেদিনীপুরে প্রায় প্রায় ৫ হাজার ছোট গাড়ি লাগবে। এ বার জেলার ভোটার সংখ্যা যেমন বেড়েছে, সেই সঙ্গে করোনার কথা মাথায় রেখে বুথের সংখ্যাও বাড়ানো হচ্ছে বলেও জানা গিয়েছে জেলা প্রশাসন সূত্রে।

শুক্রবারও দেখা গেল, নির্বাচনের কাজে যুক্ত আধিকারিকরা রাস্তায় ছোট গাড়িগুলিকে ভোটের কাজে নেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র দেখছেন এবং গাড়িগুলি ভোটের কাজে নেওয়া হচ্ছে বলে জানিয়ে দিচ্ছেন। নির্বাচনের সময় যখন গাড়িগুলির প্রয়োজন হবে, তখন তাদের সময়ে আসতে বলে দেওয়া হয়েছে।

জেলা পরিবহণ দফতর জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত ১৩০০ গাড়িকে ভোটের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। আরও প্রায় ৩৭০০ ছোট গাড়ি লাগবে। সে ক্ষেত্রে ব্লক এবং মহকুমা স্তরে বাকি গাড়িগুলি নেওয়া হবে। জেলায় প্রায় ৯০০ বাস রয়েছে। তার মধ্যে ১০০ থেকে ১৫০ বাস লক ডাউনের পর চলাচল করছে না। তাই যে বাসগুলি চলছে সেগুলি ছাড়া যদি আর বাস লাগে তবে দরকারে পাশের জেলা থেকেও বাস নেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

midnapore West Bengal Election2021
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE