Advertisement
১৯ মে ২০২৪

ট্যাঙ্কার থেকে তেল চুরি, সিআইডি-র জালে দুই

জাতীয় সড়কের উপর তেল ট্যাঙ্কার থেকে তেল বের করে পাচারের অভিযোগে দু’জনকে গ্রেফতার করল সিআইডি। বাজেয়াপ্ত করা হয়েছে দু’টি তেল ট্যাঙ্কার। শনিবার ভোরে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে নন্দকুমার থানার মাধবপুর এলাকায় হানা দেয় সিআইডি।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৬ ০০:০০
Share: Save:

জাতীয় সড়কের উপর তেল ট্যাঙ্কার থেকে তেল বের করে পাচারের অভিযোগে দু’জনকে গ্রেফতার করল সিআইডি। বাজেয়াপ্ত করা হয়েছে দু’টি তেল ট্যাঙ্কার। শনিবার ভোরে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে নন্দকুমার থানার মাধবপুর এলাকায় হানা দেয় সিআইডি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম তুষারকান্তি জানা ও সঞ্জয় প্রসাদ। তুষার স্থানীয় ব্যবসায়ী এবং সঞ্জয় একটি ট্যাঙ্কারের চালক।

সিআইডি ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হলদিয়া তেল শোধনাগার থেকে জ্বালানি তেল ট্যাঙ্কার ভর্তি করে অন্যত্র নিয়ে যাওয়ার সময় হলদিয়া-মেচেদা জাতীয় সড়কের ধারে বেশ কয়েকটি জায়গায় ওই ট্যাঙ্কার দাঁড় করিয়ে দেওয়া হয়। স্থানীয় কিছু ব্যবসায়ীকে তেলের একাংশ বিক্রি করে দেন ট্যাঙ্কারের চালক ও খালাসিরা। ৪১ নম্বর জাতীয় সড়ক ধরে হলদিয়া শিল্পাঞ্চল থেকে মেচেদা যাওয়ার মাঝে মহিষাদলের কাপাসএড়্যা, নন্দকুমারের মাধবপুর, কামারদা, দক্ষিণ নারিকেলদা এবং কোলাঘাট থানার হাকোলা এলাকায় চলে এই তেল কেনাবেচা।

গোপনসূত্রে খবর পেয়ে রাজ্য পুলিশ ও সিআইডির একটি দল শনিবার ভোররাতে নন্দকুমার থানার মাধবপুরে হানা দেয়। ঠিক সময়ই সেখানে রাস্তার ধারে দু’টি তেল ট্যাঙ্কার দাঁড়িয়ে ছিল। চলছিল তেল সরানোর কাজ। সিআইডি-র দল ওই ট্যাঙ্কার দু’টি বাজেয়াপ্ত করে। গ্রেফতার করা হয় দু’জনকে।

এ দিন তাঁদের তমলুক আদালতে তোলা হলে বিচারক দু’জনেরই ১০ দিনের জন্য সিআইডি হেফাজতের নির্দেশ দেন। জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, ‘‘জাতীয় সড়কে যাতায়াত করার সময় বেআইনিভাবে তেল বিক্রি হয়। বিষয়টি সিআইডি তদন্ত করছে।’’

জাল নোট-সহ গ্রেফতার। জাল নোট-সহ এক যুবককে গ্রেফতার করল ভবানীপুর থানার পুলিশ। শুক্রবার রাত এগারোটা নাগাদ ভবানীপুর থানার মোরাম এলাকা থেকে গুরুপদ দাস অধিকারী নামে ওই যুবককে ধরা হয়। ধৃতকে শনিবার হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত গুরুপদ হলদিয়া মহকুমার দেভোগ এলাকার বাসিন্দা। শুক্রবার রাত এগারোটা নাগাদ মোরাম এলাকায় জাল নোটের একটি ব্যাগ নিয়ে সে নিজের বাড়ি যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে গুরুপদকে ধরে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CID
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE