বিরোধী বলতে কিছু নেই। এসএফআই ভোট বয়কট করেছে। বিনা প্রতিদ্বন্দিতায় জয় নিশ্চিত টিএমসিপির। তবু বিএসসি তৃতীয় বর্ষের একটি আসনে প্রার্থীই দিতে পারল না শাসকদলের ছাত্র সংগঠন। হলদিয়া গভর্নমেন্ট কলেজের ঘটনা।
৬ জানুয়ারি ছিল মনোনয়পত্র জমা দেওয়ার শেষ দিন। প্রক্রিয়া শেষ হওয়ার পর দেখা যায় মোট ৩৫ টি আসনের জন্য মনোনয়ন জমা পড়েছে ৩৪টি। ফলে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। এসএফআইয়ের জেলা সভাপতি পরিতোষ পট্টনায়েক বলেন, “এত সন্ত্রাস করেও হলদিয়া গভর্নমেন্ট কলেজের সব আসনে প্রার্থী দিতে পারেনি টিএমসিপি। এটাই প্রমাণ করে ছাত্রছাত্রীরা ওদের ঘৃণা করে। তাই ওদের প্রার্থী হতে চায়নি। সন্ত্রাসের জন্য আমরা ছাত্র সংসদ নির্বাচন এ বার বয়কট করেছি।”
যদিও ওই কলেজের টিএমসিপি-র সাধারণ সম্পাদক তপোধন পাত্র বলেন, “বিএসসি তৃতীয় বর্ষের ছাত্র সংখ্যা কম। তাই নির্বাচনে প্রার্থী পাওয়া যায়নি। যাঁরা নির্বাচনে যোগ দিতে পারছে না, প্রার্থী খুঁজে পাচ্ছে না বলে, তাঁরা এখন অনেক কথাই রটাবে।”