‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ প্রকল্পে বাড়ি তৈরির দ্বিতীয় কিস্তির টাকা মিলছে না বলে অভিযোগ করছেন কাঁথি পুরসভার বহু উপভোক্তা। প্রশ্ন উঠেছে সরকারি ওই প্রকল্পে পুরসভার নজরদারির ভূমিকাতেও।
পুরসভা সূত্রের খবর, ২০১৯-২০ আর্থিক বছরে কাঁথি পুরসভার ২১টি ওয়ার্ড আবাস যোজনা প্রকল্পে বাড়ি তৈরির অনুমোদন পায়। এ জন্য ৩ লক্ষ ৬৮ হাজার টাকা কেন্দ্র এবং রাজ্য সরকারের পক্ষ থেকে যৌথভাবে দেওয়ার কথা। প্রথম পর্যায়ে ৪৫ হাজার টাকা এবং ১২৪ ব্যাগ সিমেন্ট ও রড দেওয়া হয়। স্থানীয় সূত্রের খবর, কিছু সংখ্যক উপভোক্তা বাড়ি তৈরি করলেও অনেকে সেই কাজ শুরু করেননি। অভিযোগ, এ বিষয়ে নজরদারিও চালাচ্ছে না পুরসভা। ফলে দ্বিতীয় কিস্তির টাকা পাচ্ছেন না বাড়ি তৈরির কাজ শুরু করা উপভোক্তারা।
প্রশাসন সূত্রের খবর, ‘আবাস যোজনা’ প্রকল্পে বাড়ি তৈরির ভিত খনন করার পর সেই ছবি উপভোক্তাকে জিআই ট্যাগ করে সরাসরি সংশ্লিষ্ট দফতরে পাঠাতে হয়। তাতে পরবর্তী পর্যায়ের সরকারি অনুদানের টাকা মঞ্জুর করে দফতর। আর দ্বিতীয় কিস্তি টাকা পেতে হলে প্রথম কিস্তির টাকা পাওয়া সব উপভোক্তাদের কাজ শুরু করতে হয়। কেউ শুরু না করলে শহর এলাকায় পুরসভা এবং গ্রামীণ এলাকায় পঞ্চায়েত কর্তৃপক্ষের তরফে নজরদারি চালিয়ে খোঁজ নেওয়া হয়। এ ক্ষেত্রে কাঁথি পুরসভায় ওই নজরদারি হচ্ছে না বলে অভিযোগ। কেন পুরসভার এ নিয়ে কোনও পদক্ষেপ করছেন না, তাতে ক্ষুব্দ শহরের বাসিন্দাদের একাংশ।