মেদিনীপুর শহর ও তার বাইরে একই দিনে গুলিচালনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল কোতোয়ালি থানার পুলিশ। পুলিশের দাবি, ভয় দেখানোর জন্যই শনিবার ওই দু’জায়গায় গুলি চালায় কুখ্যাত অপরাধী সুনীল সিংহ ওরফে 'মোটা রাজা'। সুনীলের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে রবিবার তাকে আদালতে তোলা হয়েছে। এই ঘটনা নিয়ে তৃণমূলকে নিশানা করেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। যদিও অপরাধীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের দাবি জানিয়েছে তৃণমূল।
গুলিচালনার ঘটনা নিয়ে রবিবার সাংবাদিক বৈঠক করেন পুলিশ সুপার দীনেশ কুমার। তাঁর দাবি, “ভয় দেখানোর জন্য গুলি চালিয়েছিল অভিযুক্ত সুনীল সিংহ। ওই ঘটনায় আরও তিন জন জড়িত। তাদের সন্ধান চলছে।” পুলিশ সুপার আরও বলেন, “করোনা পরিস্থিতির কারণে জেল থেকে ছাড়া পেয়েছিল সুনীল। আদালতের নির্দেশ নির্দেশ অমান্য করে মেদিনীপুর শহরে ঢুকে গুলি চালায় সে। শহরের মহাতাবপুর এবং জাতীয় সড়কের ধারে একটি ধাবায় গুলি চালিয়ে ভয় দেখিয়ে নিজের দাপট বোঝানোর চেষ্টা করেছিল সুনীল।” পুলিশ সুপার জানিয়েছেন, সুনীলের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল এবং তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গত, শনিবার মেদিনীপুর শহরের মহাতাবপুর এলাকার পাশাপাশি ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে জমুনবালি এলাকায় একটি ধাবাতেও গুলি চলেছে বলে অভিযোগ। ওই ধাবার কর্মী সুমন জানা বলেন, “শনিবার সন্ধ্যার পরে এক জন এসে মালিকের খোঁজ করে। নিজেকে মোটা রাজা বলে পরিচয় দিয়ে রবিবার সকালে এক লক্ষ টাকা দিতে বলে। ধাবা থেকে যাওয়ার সময় গুলিও চালায়। পরে আরও এক জন এসে ভয় দেখিয়ে কাউন্টারের টেবিলে ৫টি বন্দুক রেখে দেয়। সে সময় ধাবায় কোনও খদ্দের ছিল না। তবে গোটা ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।”