Advertisement
০৭ মে ২০২৪

এ বার পুলিশি নজরে ভাড়াটিয়াও

নিরাপত্তার স্বার্থে মহকুমা জুড়ে সিসিটিভি আগেই বসেছে। এ বার নিরাপত্তা আরও বাড়াতে এলাকার ভাড়াটেদের সব তথ্য তৈরির উদ্যোগ নিচ্ছে জেলা পুলিশ।

নিজস্ব সংবাদদাতা
হলদিয়া শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৬ ০০:০৯
Share: Save:

নিরাপত্তার স্বার্থে মহকুমা জুড়ে সিসিটিভি আগেই বসেছে। এ বার নিরাপত্তা আরও বাড়াতে এলাকার ভাড়াটেদের সব তথ্য তৈরির উদ্যোগ নিচ্ছে জেলা পুলিশ। বুধবার পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার কাজি সামসুদ্দিন আহমেদ সাংবাদিক বৈঠক করে এমন কথাই জানিয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপারের কথায়, ‘‘একদিকে শিল্পাঞ্চল ও অন্য দিকে হলদিয়া বন্দর থাকায় এখানে কর্মসূত্রে বহু মানুষ ভাড়ায় থাকেন। ফলে ভাড়াটের মিথ্যা পরিচয়ে কোনও দুষ্কৃতী বা সন্ত্রাসবাদী যাতে কোনও ক্ষতি করতে না পারে তার জন্যই এই সতর্কতা।’’ নতুন নিয়মে প্রত্যেক বাড়িওয়ালাকে তাঁর ভাড়াটের সম্পর্কে তথ্য থানায় জমা দিতে হবে। পুলিশ তার জন্য বাড়ি বাড়ি ফর্ম পৌঁছে দেবে। বাড়িওয়ালা নিজের দায়িত্বে সেই ফর্ম পূরণ করে থানায় জমা দেবে। আগামী ১ অগস্ট থেকে এই প্রক্রিয়া শুরু হবে।

জানা গিয়েছে, ফর্মটি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য পুলিশের একটি দল তৈরি হবে। ফর্মটিতে ১৭টি বিষয় জানিয়ে থানায় পৌঁছে দিতে হবে বাড়িওয়ালাকে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ। থানায় ফর্ম জমা পড়ার পর তা খতিয়ে দেখা হবে। তারপর সেই ফর্ম সমেত নথি হার্ড কপি এবং সফট কপি হিসাবে ডাটাবেস ফাইলে অন্তর্ভুক্ত হবে। পঞ্চায়েত এলাকায় গ্রাম পঞ্চায়েতকে এবং ওয়ার্ডগুলির ক্ষেত্রে পুরসভার সাহায্যও নেওয়া হবে। বাড়িওয়ালাদের এই ফর্ম দেওয়ার ১৫ দিনের মধ্যে তা পূরণ করে থানায় জমা দিতে হবে।

পরিচারিকা এবং অস্থায়ী শ্রমিকদেরও ডাটাবেস ফাইল তৈরি করা হবে বলে জানা গিয়েছে। তার জন্য লিফলেট দিয়ে প্রচার করা হবে। ইতিমধ্যে শিল্পাঞ্চলের সংস্থার সঙ্গে কথাবার্তা শুরু করেছে পুলিশ প্রশাসন। ছিলেন সুতাহাটার ওসি শীর্ষেন্দু দাস, ভবানীপুর থানার ওসি রাজা মুখোপাধ্যায় প্রমুখ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

tenant
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE