সভার জন্য মাঠ ব্যবহারের অনুমতি দিয়েছে রেল। অথচ এখনও সভা করার সম্মতি দেয়নি প্রশাসন। তবে প্রশাসনের অনুমতি ছাড়াই শনিবার, রামনগরে দলের সভার আয়োজন শুরু করে দিয়েছেন বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা নেতৃত্ব।
শনিবার বিকেলে রামনগর রেল স্টেশন সংলগ্ন মাঠে বিজেপির সভা। সেখানে কেন্দ্রীয় কমিটির নেতা ও রাজ্যের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়-সহ রাজ্য বিজেপির একাধিক নেতা উপস্থিত থাকবেন। দিন দুয়েক আগেই সভার অনুমতি চেয়ে সহযোগিতা করার জন্য প্রশাসনের কাছে যাবতীয় তথ্য দেওয়া হয়েছে বলে বিজেপি নেতৃত্বের দাবি। সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ, অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ)এবং পুলিশ সুপারের কাছে এই তথ্য পাঠানো হয়েছে বিজেপির সাংগঠনিক জেলা নেতৃত্ব সূত্রে জানা গিয়েছে।
আনলক পর্বেও করোনা পরিস্থিতি উদ্বেগজনক। তবু বিভিন্ন দলের রাজনৈতিক এবং অরাজনৈতিক কর্মসূচি জেলা জুড়ে দেদার চলছে। শাসক দলের ক্ষেত্রে অনুমতি দিলেও তাদের কর্মসূচির অনুমতি না দেওয়াক পাশাপাশি পুলিশ-প্রশাসনের তরফে বেআইনি জমায়েত করার মামলা রুজু করা হচ্ছে বলে বিজেপি নেতৃত্বের অভিযোগ। শুক্রবার রামনগর স্টেশন সংলগ্ন জমিতে বিজেপির শনিবারের সভা করার সম্মতি দিয়েছেন রেল কর্তৃপক্ষ। একই সঙ্গে সভায় আসা দলীয়-কর্মীদের পানীয় জল সরবরাহ করা হবে বলেও রেলের তরফে জানানো হয়েছে। আগে রামনগর আরএসএ ময়দান এবং তারপর বালিসাই খেলার মাঠে সভা করতে চেয়েছিল বিজেপি। কিন্তু দু’জায়গাতে সভার অনুমতি দেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।